বঙ্গবাজারের অ্যানেক্সকো টাওয়ারে এখনো আগুন

মঙ্গলবার রাত ১০টায় দেখা যায় ছয় তলা ভবনটির তৃতীয় ও পঞ্চম তলায় আগুন জ্বলছে।
মঙ্গলবার রাত ১০টার দিকেও অ্যানেক্সকো টাওয়ারের তৃতীয় ও পঞ্চম তলায় আগুন জ্বলতে দেখা যায়। আব্দুল্লাহ আব্বাস/স্টার

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মার্কেট সংলগ্ন অ্যানেক্সকো টাওয়ারে এখনো আগুন জ্বলছে।

আজ মঙ্গলবার রাত ১০টায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছয় তলা ভবনটির তৃতীয় ও পঞ্চম তলায় আগুন জ্বলছে। ভবনের বিভিন্ন অংশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে।  

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে আগুন নেভানোর কাজ করছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমও ওই ভবনে আগুনের কথা নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'অ্যানেক্সকো টাওয়ারের পঞ্চম তলায় আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।'

'আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব,' বলেন তিনি।

এর আগে আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল যোগ দেয়।

দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments