দ্রুত পুনর্বাসনের আবেদন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-কর্মচারীদের

বঙ্গবাজার, বঙ্গবাজারে আগুন, শেখ হাসিনা, মানববন্ধন,
ধ্বংসস্তূপের ওপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীরাদের মানববন্ধন। ছবি: আব্দুল্লাহ আব্বাস/স্টার

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীরা ধ্বংসস্তূপের ওপর মানববন্ধন করেছেন। তারা দ্রুত পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির উপদেষ্টা মুসলিম মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া তাদের আর কেউ নেই। তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রীকে মা ডেকে তাদের পুনর্বাসনের আবেদন জানান। যেন তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।

সংগঠনটির সভাপতি আবদুল মান্নান বলেন, তাদের যেটুকু সম্বল কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনিও পুনর্বাসনের জন্য অবিলম্বে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

Comments

The Daily Star  | English

Bangaliyana marches on

Pahela Baishakh heralds new beginning

1h ago