‘উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনাই প্রথম অগ্রাধিকার হওয়া উচিত’

তিনি বলেন, ‘দ্বিতীয় অগ্রাধিকার হওয়া উচিত জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে যথাযথ আলোচনা শেষ করা।’
এম এম আকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেছেন, প্রায় ১ বছর ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই নতুন বাজেটের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।

তিনি বলেন, 'দ্বিতীয় অগ্রাধিকার হওয়া উচিত জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে যথাযথ আলোচনা শেষ করা।'

'তৃতীয় অগ্রাধিকার হচ্ছে, বৈষম্য কমানোর লক্ষ্যে প্রগতিশীল করের ব্যবস্থা করা,' যোগ করেন অধ্যাপক আকাশ।

তিনি বলেন, 'মানি লন্ডারিং রোধ, খেলাপি ঋণ কমিয়ে আনা এবং দুর্নীতি দূর করতে সুশাসন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো খাতে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।'

অধ্যাপক আকাশ মনে করেন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

Comments