নারী ও তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রে ৮০ হাজার তরুণকে উন্নত প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাজেট ঘাটতি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দেশের তরুণ ও নারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রে ৮০ হাজার তরুণকে উন্নত প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে।

'স্টার্টআপ ও উদ্যোক্তাদের উন্নয়নের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা প্রদান করতে আমরা অবকাঠামো তৈরি করছি।'

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, 'নতুন এই উদ্যোগের মাধ্যমে তরুণদের জ্ঞানভিত্তিক, দক্ষ ও উপযুক্ত কর্মশক্তিতে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।'

শিল্পখাতে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উদ্ভাবন বিকাশের জন্য সরকার মাঝারি থেকে উচ্চস্তরের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে আরও মনোনিবেশ করার পরিকল্পনা করেছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

Comments