বাজেটে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করা হয়নি, সমাধানের কথাও নেই: সিপিডি

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, বাজেটে সামষ্টিক অর্থনীতির যেসব প্রক্ষেপণ করা হয়েছে তা অলীক এবং অর্জনযোগ্য নয়।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটে যেসব উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে তা দিয়ে মূল্যস্ফীতি কমানো এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব নয়।

তিনি বলেন, আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর পর্যাপ্ত কোনো উদ্যোগ এই বাজেটে নেই।

ব্যক্তি করদাতা পর্যায়ে করমুক্ত আয়সীমা বিদ্যমান ৩ লাখ টাকা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার সিদ্ধান্তের প্রশংসা করেছে সিপিডি।

কিন্তু সরকারি সেবা পেতে যাদের আয় করযোগ্য নয় তাদেরও কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বিপরীতে ন্যূনতম ২ হাজার টাকা কর ধার্য করাটা বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেনফাহমিদা খাতুন।

তিনি বলেন, 'এটি প্রত্যাহার করা উচিত।'

তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের কোনো উদ্যোগের কথা বাজেটে নেই। বাজেটে তিনবার আইএমএফের কথা বলা হয়েছে এবং আইএমএফের শর্ত পূরণের ইঙ্গিত রয়েছে।

সামগ্রিকভাবে, প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করা হয়নি এবং সংকট মোকাবিলার কোনো সমাধানও দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago