সামাজিক সুরক্ষার শতভাগ টাকা যাবে অনলাইনে

ইতোমধ্যে ২৫টি ক্যাশভিত্তিক কর্মসূচির মধ্যে ২২টি কর্মসূচির অর্থ সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে।
বাজেট ঘাটতি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির টাকা সরাসরি অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, 'ভাতাভোগী ও ভাতার সংখ্যা পরিবর্তন ছাড়াও সামাজিক সুরক্ষা কার্যক্রমকে লক্ষ্যভিত্তিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য একে জি-টু-পি পদ্ধতির আওতায় নিয়ে আসছি।'

তিনি বলেন, 'ইতোমধ্যে ২৫টি ক্যাশভিত্তিক কর্মসূচির মধ্যে ২২টি কর্মসূচির অর্থ সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। আগামী অর্থবছরে ক্যাশভিত্তিক অবশিষ্ট কর্মসূচিসমূহ জি-টু-পি পদ্ধতির আওতায় আনা হবে।'

'বর্তমানে ৮০ শতাংশের অধিক ক্যাশভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতা জি-টু-পি পদ্ধতিতে প্রদান করা হচ্ছে,' তিনি যোগ করেন।

Comments