ফের বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে

মঙ্গলবার দুপুরে চন্ডিকা হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পরই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করল, লঙ্কান এই কোচকে দ্বিতীয় দফায় দেওয়া হচ্ছে প্রধান কোচের দায়িত্ব।
Chandika Hathurusingha
ছবি: এএফপি ফাইল

মঙ্গলবার দুপুরে চন্ডিকা হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পরই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করল, লঙ্কান এই কোচকে দ্বিতীয় দফায় দেওয়া হচ্ছে প্রধান কোচের দায়িত্ব।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে, আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন তিনি। তার অধীনে বাংলাদেশ পেয়েছিল বেশ কিছু বড় সাফল্য।

পুরনো কর্মস্থলে নতুন দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হাথুরুসিংহে। বিসিবির বিজ্ঞপ্তিতে তিনি দিয়েছেন প্রতিক্রিয়া, 'আরও একবার বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া বড় সম্মানের ব্যাপার।' 

'আমি বাংলাদেশের মানুষের উষ্ণতা পছন্দ করি, যখনই এই দেশে যাই সেখানকার সংস্কৃতি পছন্দ করি। আবারও খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি এবং তাদের সাফল্য উপভোগ করতে চাইছি।' 

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'চণ্ডিকার অভিজ্ঞতা ও জ্ঞান বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে। খেলোয়াড়রা উপকৃত হবে। তিনি একজন পরীক্ষিত ট্যাকটিশিয়ান যেটা তার প্রথম দফায় প্রমাণ করেছেন।' 

হাথুরুসিংহের অধীনে প্রথমবার পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তার অধীনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে টেস্টেও হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও হাথুরুসিংহের কোচিংয়ে খেলেছিল বাংলাদেশ দল।

গত ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। এরপরই হাথুরুসিংহের ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা যায়, তার সঙ্গে সিডনিতে গত বিশ্বকাপের সময় আলাপ সেরে রেখেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বেশ কিছু শর্ত নিয়ে চলছিল দেনদরবার। 

হাথুরুসিংহে ছাড়াও কোচের বিবেচনায় ছিলেন ভারতীয় শ্রীধরন শ্রীরাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। তবে তাকে কেবল বিবেচনা করা হচ্ছিল সাদা বলের জন্য। শেষ পর্যন্ত সেই পথে আর গেল না বিসিবি। সব সংস্করণের জন্যই কোচ হিসেবে দায়িত্ব পেলেন পুরনো মুখ হাথুরুসিংহে। 

Comments