ইংল্যান্ড সিরিজের জন্য মুলতানের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন
বিপিএল থেকে ছিটকে পড়েই পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে উড়ে গেছেন সাকিব আল হাসান। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে পাঁচ ম্যাচ খেলবেন তিনি। এমন সুযোগ ছিল তাসকিন আহমেদেরও। মুলতান সুলতান্স চেয়েছিল বাংলাদেশি পেসারকে। তবে ইংল্যান্ড সিরিজে সেরা অবস্থায় থাকতে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ম্যাচের জন্য তাসকিনকে দলে চেয়েছিল পিএসএলের দল মুলতান সুলতান্স। তবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা এই পেসার কোন রকম ঝুঁকির পথে গেলেন না।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিজিও জুলিয়ান ক্যালিফাতোর সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করেন ডানহাতি পেসার। এরপর গণমাধ্যমকে তিনি জানান, আপাতত ইংল্যান্ড সিরিজে পুরো ফিট হয়ে খেলার দিকেই তার সব মনোযোগ, 'যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ। কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, ওখানে (পিএসএলে) গিয়ে আমি এ খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আক্ষেপ নেই।'
এবার বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেন তাসকিন। টুর্নামেন্টের শেষ ভাগে চোটের কারণে তিন ম্যাচ খেলেননি তিনি। সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় পায়ের পেশিতে টান লাগে তার। বর্তমান সেই চোট সেরে গেলেও ইংল্যান্ড সিরিজের আগে নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে চাইছেন তিনি।
এই নিয়ে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েও তা ধরে রাখতে পারলেন না তিনি। গত বছর আইপিএলের মাঝপথে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ঢেকেছিল তাকে। কিন্তু জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় সেই ডাকে সাড়া দেওয়া হয়নি তার। এবার পিএসএলেও সুযোগ পেয়ে খেলতে পারছেন না তিনি।
জাতীয় দলের জন্য আইপিএলে খেলতে না পারায় বিসিবি থেকে ক্ষতিপূরণ পেয়েছিলেন তিনি, কাজেই সুযোগ হাতছাড়া না হওয়ায় খুব একটা আক্ষেপ নেই তার, 'বোর্ড আমাকে দিয়েছিল একটা অনারিয়াম (আইপিএল মিস করার কারণে)। সেটা নিয়ে কোন আক্ষেপ নেই আমার। সামনে জাতীয় দলে খেলাটাই মূল লক্ষ্য। এখানে যদি ভালো করে খেলতে পারি তাহলে আজ না হয় কাল আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্য কষ্ট করা। এটা ঠিক থাকলে সব হবে।'
এদিকে ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসবেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাওয়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২৪ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। ১ মার্চ মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। তার আগে ২২ মার্চ থেকে পুরো দমে অনুশীলন শুরু করবে তামিম ইকবালের দল।
Comments