লোভনীয় প্রস্তাবে মেসিকে সৌদি লিগে নিতে আলোচনা!

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিজেদের ঘরোয়া লিগে নিতে লোভনীয় প্রস্তাব নিয়ে তোড়জোড় শুরু করেছে খোদ সৌদি আরব সরকার। এই ব্যাপারে মেসির প্রতিনিধিদের সঙ্গেও চলছে আলোচনা। এমন এক খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।
মেসির প্রতিনিধি ও বাবা হোর্হের সঙ্গে এই ব্যাপারে আলোচনা চলছে বলে জানায় গণমাধ্যমটি। আসছে জুনে প্যারিস সেন্ট জার্মেইর চুক্তি পেরিয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। ফরাসি ক্লাবটি এরপর আর মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে না বলেও খবর দিয়েছে ফরাসী গণমাধ্যম লেকিপ। এরপর মেসির ঠিকানা কি হবে তা নিয়ে এরমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি ছুটি না নিয়ে সৌদি আরব গিয়ে দুই সপ্তাহের জন্য ক্লাব থেকে নিষিদ্ধ হয়েছেন মেসি। সৌদি আরব সরকারের পর্যটন বিভাগের শুভেচ্ছা দূত হিসেবে সেদেশে সফর করেছিলেন তিনি। এবার জানা যাচ্ছে মেসিকে শুধু শুভেচ্ছা দূত নয়, তাকে সৌদি প্রো লিগে খেলাতে চায় দেশটির সরকার।
মেসির জন্য তৈরি আছে সব মিলিয়ে বার্ষিক ৪০০ মিলিয়ন পাউন্ডের লোভনীয় চুক্তির প্যাকেজ। ক্রিস্টিয়ানো রোনালদোর (১৬৫ মিলিয়ন পাউন্ড) চেয়ে যা অনেক বেশি। সব কিছু ঠিক থাকলে তাকে ২০২৫ সাল পর্যন্ত দেশটিতে চায় সৌদি।
মূলত কোন খেলোয়াড়কে দলে টানে ক্লাব। গত ডিসেম্বরে যেমন আল-নাসের মোটা অঙ্কের বেতনে নিয়ে নেয় রোনালদোকে। মেসির ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম। তাকে ঘরোয়া লিগে পেতে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর টেলিগ্রাফের।
রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ায় মেসিকেও সৌদি আরব নিয়ে যাওয়ার গুঞ্জন আগেও শোনা গেছে। নাসেরের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালে মেসি যোগ দিলে সৌদি প্রো লিগ পাবে ভিন্ন মাত্রা। এমনটাই মনে করছে দেশটির সরকার।
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদে রোনালদো আর বার্সেলোনায় মেসি। এই দুজনের লড়াই ফুটবল প্রেমীকের কাছে প্রবল রোমাঞ্চের দোলা দিয়েছে বছরের পর বছর। ক্যারিয়ারের পড়তি সময়ে হলেও সৌদি আরব চাইছে পুরনো রোমাঞ্চকর দ্বৈরথ ফের ফেরাতে। তাদের চাওয়া পূরণ হলে নাসেরে রোনালদো আর হিলালের হয়ে দেখা যাবে মেসির মুন্সিয়ানা।
এদিকে স্প্যানিশ রেডিও স্টেশন অন্দা চেরো খবর দিয়েছে, মেসি শেষ পর্যন্ত আল-হিলালেই যাবেন তবে তার আগে এক বছর বার্সেলোনায় খেলে যাবেন।
Comments