চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশে মেসিসহ থাকছেন যারা

ছবি: এএফপি

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিলি। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আলবিসেলেস্তেদের শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যাবে।

গত মার্চে বাছাইয়ের সবশেষ ম্যাচে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা। চোটের কারণে সেদিন খেলতে পারেননি দলটির অধিনায়ক লিওনেল মেসি। রেকর্ড আটবারের ব্যালন দি'অরজয়ী ইন্টার মায়ামি ফরোয়ার্ড নিশ্চিতভাবেই ফিরছেন একাদশে। ৪-৪-২ ফরমেশনে আক্রমণভাগে তার সঙ্গী থাকবেন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

বেশ কয়েকটি পরিবর্তন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে আনতে হচ্ছে বাধ্য হয়ে। হলুদ কার্ডের কারণে পাওয়া নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারছেন না সেন্ট্রাল ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং দুই মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও এঞ্জো ফার্নান্দেজ। তাছাড়া, মাঝমাঠের আরেক সেনানী অ্যালেক্সিস ম্যাক আলিস্তার স্কোয়াডে নেই চোটে পড়ায়।

টিওয়াইসি জানিয়েছে, শুরুর একাদশে এই চার নিয়মিত মুখের শূন্যস্থান পূরণ করার উপায় প্রায় চূড়ান্ত করেছেন স্কালোনি। ওতামেন্দির জায়গায় খেলার লড়াইয়ে আছেন লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। তাদের মধ্যে অলিম্পিক মার্সেই ডিফেন্ডার বালের্দি এগিয়ে আছেন কোচের দৃষ্টিতে।

রদ্রিগো দি পল একাদশে জায়গা ধরে রাখলেও মাঝমাঠে তাকে খেলতে হবে নতুন সঙ্গীদের নিয়ে। এক্সেকিয়েল পালাসিওস ও জুলিয়ানো সিমিওনের মাঠে নামা একরকম নিশ্চিত। তবে বাকি স্থানটি নিয়ে আছে দ্বৈরথ। তবে জায়গা পাওয়ার দৌড়ে নিকো পাজের চেয়ে এগিয়ে আছেন অলিম্পিক লিও মিডফিল্ডার থিয়াগো আলমাদা।

মিডফিল্ডার জিওভানি লো সেলসো চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। তাই চিলির বিপক্ষে খেলার মতো অবস্থায় নেই তিনি। বিশ্রাম দেওয়া হচ্ছে স্ট্রাইকার লাউতারো মার্তিনেজকে। স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করলেও তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে জায়গা ধরে রাখছেন তিন ডিফেন্ডার নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস তাগলিয়াফিকো।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে দলটি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি/ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার: জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা/নিকোলাস পাজ

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

52m ago