সাকিব-মিরাজ থাকার বিলাসিতা দেখছে বাংলাদেশ

Mehidy Hasan Miraz  & Shakib Al Hasan
ফাইল ছবি

সাকিব আল হাসান থাকলেই একাদশে আদর্শ সমন্বয় পেতে সুবিধা পায় বাংলাদেশ দল। সম্প্রতি ব্যাটিংয়ে দারুণ উন্নতি করায় মেহেদী হাসান মিরাজও এনে দিচ্ছেন বাড়তি। এই দুজন থাকলে একাদশে বাড়তি বোলার অনায়াসে খেলানো যায়। কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে পরিপূর্ণ দুজন অলরাউন্ডার পাওয়া তাদেরকে করে দিচ্ছে বিলাসিতার সুযোগ।

বোলিংয়ে ১০ ওভার ও যেকোনো পরিস্থিতিতে নির্ভর করার মতো ব্যাটিং। সাকিব-মিরাজ দুজনের কাছ থেকেই পাওয়া যায় এই ভরসা। সাকিব পাঁচে খেললে মিরাজ নামেন সাতে। তারা থাকলে ঝুঁকি ছাড়াই খুব সহজেই ছয়জন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামা যায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও দলের এই ইতিবাচক দিক তুলে ধরলেন হাথুরুসিংহে। মিরাজ প্রসঙ্গে কথা উঠতেই জানালেন, তাকে সাকিবের মতই বিচার করেন তারা,  'সে (মিরাজ) পুরোপুরি ব্যাটার। টেস্ট ও ওয়ানডেতে সেঞ্চুরি আছে। আমরা তাকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে বিচার করি। আমাদের আরেকজন পরিপূর্ণ অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সমন্বয় থাকায় আমরা ভাগ্যবান। বাড়তি বোলার নাকি ব্যাটার সেটা ম্যাচের আগে সিদ্ধান্ত নিব।'

'যেকোনো কোচ এরকম বিলাসিতা পছন্দ করবে। আমরা ভাগ্যবান যে আমাদের দুজন পরিপূর্ণ অলরাউন্ডার আছে। খুব বেশি দলের তা নেই। এই সুবিধা অবশ্যই আমরা নেব।'

ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে সাত নম্বরে খেলেছিলেন মিরাজ। বাংলাদেশ নেমেছিল ছয়জন বোলার নিয়ে। এবার আইরিশদের বিপক্ষে এই সিরিজেও একই চিন্তায় যাওয়ার আভাস দিলেন হাথুরুসিংহে,

'৭ নম্বরে খেলার জন্য আমাদের কয়েকজন আছে। একজন হচ্ছে মিরাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মাঝে মাঝে ১০ রান প্রয়োজনের সময় আপনাকে আসতে হতে পারে। মাঝে মাঝে অল্প রানে ৫ উইকেট পড়ার পর আসতে হতে পারে। তখন ইনিংস গড়তে হবে। মিরাজ পরের দিকে খুব ভালো করে।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago