বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

কেবল আর ১ বল টিকল বাংলাদেশের ইনিংস

ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় দিন সকালে কেবল ১ বল টিকল বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি নিজের বলে রিভিউ নিয়ে ফেরালেন শরিফুল ইসলামকে। ফলে আগের দিনের সংগ্রহের সঙ্গে আর কিছু যোগ করতে পারল না টাইগাররা।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৩১০ রানেই শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রথম দিনের ৮৫ ওভারের সঙ্গে এদিন আর ১ বল মোকাবিলা করতে পারে তারা। শরিফুল এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ৯ বলে ১৩ রান করে। তার ইনিংসে চার তিনটি। তাইজুল ইসলাম অপরাজিত থেকে যান ২১ বলে ৮ রানে।

বাংলাদেশের শেষ উইকেট নিতে একদমই সময় লাগেনি সফরকারীদের। স্টাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করার চেষ্টায় ব্যর্থ হন শরিফুল। বল প্যাডে আঘাত করার পর জোরাল আবেদন উঠলেও সাড়া দেননি আম্পায়ার। এরপর রিভিউ নিয়ে সফল হয় কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৫.১ ওভারে ৩১০ (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১৬, তাইজুল ৮*, শরিফুল ১৩; সাউদি ১/৪৩, জেমিসন ২/৫২, প্যাটেল ২/৭৬, সোধি ১/৭১, ফিলিপস ৪/৫৩)।

Comments

The Daily Star  | English

Businesses oppose Ctg port tariffs hike

They said not to increase the rate by 41% at a time, but rather do it in phases

38m ago