সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

বিপিএলে দিনে দুটি করে ম্যাচ, একবার টিকেট কেটে প্রবেশ করলে সেই টিকেটে দেখা যাবে দুই ম্যাচ। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা রাখা হয়েছে বিপিএলের টিকেটের মূল্য।
bpl gallery fan
ফাইল ছবি

বিপিএলে দিনে দুটি করে ম্যাচ, একবার টিকেট কেটে প্রবেশ করলে সেই টিকেটে দেখা যাবে দুই ম্যাচ। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা রাখা হয়েছে বিপিএলের টিকেটের মূল্য।

১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির দশম আসর। ফ্র্যাঞ্চাইজি আসরটিতে  মাঠের খেলা ছাড়াও আরও বিবিধ আকর্ষণ রাখা হয় দর্শকদের জন্য। এসব উপভোগ করতে বিভিন্ন ক্যাটাগরির টিকেট কেনার সুযোগ আছে। 

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে, পাঁচ ক্যাটাগরির টিকেট মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড (খেলোয়াড়দের ড্রেসিংরুম সংলগ্ন) টিকেটের মূল্য আড়াই হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউজ ৮০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ এবং পূর্ব গ্যালারির টিকেট কেনা যাবে ২০০ টাকায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে বিক্রি শুরু হবে টিকেট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে টিকেট বিক্রি হবে। ১৬ জানুয়ারি ছাড়াও টিকেট কিনতে পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago