রংপুরের অধিনায়ক সোহান, লিটন কুমিল্লার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ধারণা করা হয়েছিল দলটির নেতৃত্বেও থাকবেন তিনি। কিন্তু তার পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে অধিনায়ক ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস।

অবশ্য বিপিএলের গত আসরেও সোহানের নেতৃত্বে খেলেছিল রংপুর। মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিষয়টি নিশ্চিত করে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, 'প্রাথমিকভাবে তো আমরা (অধিনায়ক হিসেবে) সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। তবে সাকিবই আমাদের বলেছে, ও অধিনায়কত্বের চাপ নিতে চায় না। তাই আমরা নুরুল হাসান সোহানকে এবার অধিনায়ক হিসেবে ঘোষণা করেছি।'

এছাড়া চোখের সমস্যায় ভুগছেন সাকিব। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগিয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপে চোখের সমস্যায় ভুগেছেন বলে জানান সাকিব। ব্যাটিংয়ের সময় অস্বস্তিবোধ করতে হয়েছে তাকে। কয়েকদিন আগে রংপুরের অনুশীলনে চমশা পরে ব্যাটিং করেন সাকিব। চোখের সমস্যার বিষয়ে নিশ্চিত হতে লন্ডনে চিকিৎসক দেখাতে গেছেন সাকিব।

টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবার দেশে ফিরে আসবেন বলে জানান ইশতিয়াক, 'বাংলাদেশে যে আপডেট ছিল, তার চোখে ফ্লুইড জমেছিল... লন্ডনেও এনজিওগ্রাম করানো হয়েছে, একই রিপোর্ট পাওয়া গেছে। আজ দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি, বড় কোনো পরিবর্তন হবে না। তার এখন বিশ্রাম, চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। তবে ১৮ তারিখের মধ্যেই সে দেশে চলে আসবে। প্রথম ম্যাচে অবশ্যই তাকে পাচ্ছি আমরা।'

এদিকে সামাজিকমাধ্যমে লিটন দাসের অধিনায়ক হওয়ার বিষয়টি জানিয়েছে কুমিল্লা ভিক্টরিয়ান্স। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা লিখেছে, 'বিপিএল এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেট কিপার ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপা ধারা অব্যাহত থাকুক। কুমিল্লার ফ্যানদের পক্ষ থেকে অধিনায়ক লিটন দাসের জন্য শুভ কামনা।'

ইমরুল কায়েসের নেতৃত্বে গত আসরে খেলেছিল কুমিল্লা। তার অধিনায়কত্বে চ্যাম্পিয়নও হয় দলটি। তাই অনেকেই ধারণা করেছিল এবারও হয়তো ইমরুলের হাতেই থাকবে আর্মব্যান্ড। কিন্তু সে পথে না হেঁটে নতুন অধিনায়ক ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

7h ago