আজ সিলেট যাওয়া সাকিবের ‘খেলায় কোন বাধা নেই’
সাকিব আল হাসানের চোখের সমস্যা সমাধানে অস্ত্রোপচারের মতন চিকিৎসা পদ্ধতি যেতে হচ্ছে না। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে 'কনজারভেটিভ অ্যাপ্রোচ' বা রক্ষণশীল প্রক্রিয়ায় চিকিৎসা করবেন তারা।
চোখের বিশেষজ্ঞ দেখিয়ে বুধবার সিঙ্গাপুর থেকে ফেরেন সাকিব। বিপিএল শুরুর আগে একই সমস্যা নিয়ে তিনি গিয়েছিলেন লন্ডনে। গত বিশ্বকাপ থেকে শুরু চোখের রেটিনার সমস্যায় ভুগতে থাকা এই তারকার বিপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে আপাতত সেই শঙ্কা কেটে গেছে বলেই জানা গেছে।
রংপুর রাইডার্স দলে যোগ দিতে আজই সিলেট যাচ্ছেন সাকিব। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। সিলেট পর্বে মোট চার ম্যাচ খেলবে রংপুর।
বুধবার রাতে বিবৃতি দিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী জানান, 'দেশি ও বিদেশি চক্ষুবিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং চোখের বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন।'
রেটিনার এই ধরণের সমস্যায় সাধারণ দেখতে সমস্যা হয়। কোন পর্যায়ের সমস্যা হয় বিশদ ব্যাখ্যা না থাকলেও মেডিকেল বিভাগের এক সদস্য জানান, 'আপাতত খেলায় কোন বাধা নেই।'
চোখ যেহেতু শরীরের স্পর্শকাতর অংশ, এই সমস্যা দূর করতে তাই আগ্রাসী কোন চিকিৎসা পদ্ধতিতে যাওয়া হবে না। সময় নিয়ে রক্ষণশীল অ্যাপ্রোচে এগুনো হবে।
রংপুর রাইডার্স জানিয়েছে, সিলেটে দলে যোগ দিলেও সাকিবের খেলা নির্ভর করছে একান্ত তার উপর। তিনি নিজে যদি স্বস্তি বোধ করেন তবেই মাঠে নামবেন।
এদিকে আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। সেদিনই আবার খেলা আছে সাকিবদের। সেদিন সাকিব সংসদ অধিবেশন যোগ দিতে ঢাকায় ফিরতে পারেন।
Comments