ভেতরে ‘একটু খারাপ লাগা’ নিয়ে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন মুমিনুল

Mominul Haque
বাংলাদেশ টেস্ট মুমিনুক হক। ছবি: ফিরোজ আহমেদ

বেশ অবাক করা বিষয়ই বটে। অনেক আনকোরা খেলোয়াড়ের জায়গা হলেও বিপিএলে এবারও উপেক্ষিত ছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। প্লেয়ার্স ড্রাফটে কেউই নেয়নি তাকেল টেস্ট খেলোয়াড়ের তকমা লেগে যাওয়ায় টি-টোয়েন্টিতে যেন বাতিল হয়ে পড়েছিলেন তিনি। তবে সাবেক টেস্ট অধিনায়ককে পুরো আসর দর্শক হয়ে থাকতে হচ্ছে না। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। দল পেয়ে মুমিনুল জানালেন, অন্যদের খেলা দেখে নিজে থাকতে না পারায় মন খারাপ লাগছিল তার।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুমিনুলকে দলে নেওয়ার কথা জানায় রংপুর। টুর্নামেন্টের মোট ২৪ ম্যাচ শেষ হওয়ার পর বিপিএল শুরু হবে বাঁহাতি ব্যাটারের।

বিপিএলে না থাকায় এতদিন নিজের মতন করে শ্রীলঙ্কা সিরিজের জন্য টেস্টের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আচমকা বিপিএলে সুযোগ পাওয়ায় রংপুরকে কৃতজ্ঞতা জানালেন মুমিনুল, 'সর্বপ্রথম আল্লাহর কাছে সুক্রিয়া। রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা এই বছর আমাকে বিপিএলে সুযোগ করে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ। পুরো বিপিএলের খেলা দেখেছি। প্র্যাকটিসও করছিলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি যেভাবে বলছেন, ওরকম খারাপ লাগেনি। যদি অনেস্টলি বলেন, একটু খারাপ লাগবেই, খুব বেশি যে খারাপ লাগসে, সেটাও না আবার। খারাপ লাগার তো বিভিন্ন ধরন থাকে… ওই ধরনটা একটু ভিন্ন ছিল। কারো কম খারাপ লাগে, কারো একটু বেশি খারাপ লাগে। না লাগার মতো যতটুক, অতটুক খারাপ লাগসিল। এমন খারাপ লাগছিল না যেটা হলে হতাশ হয়ে যাব। সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল।' 

বিপিএলে বাকি সব ক্রিকেটার যখন ব্যস্ত, মুমিনুল একা একা নিজের অনুশীলন চালিয়ে গেছেন। কখনো তাকে দেখা গেছে মিরপুরে। কখনো চলে গেছেন মাসকো-সাকিব একাডেমিতে, প্রস্তুতির দিক থেকে তাই কোন ঘাটতি দেখছেন না তিনি, 'মিরপুর, মাসকোতে অনুশীলন করেছি। আপনাদের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে (হাসি)। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও তো জানি হয়তো! খুব বেশি জানি, এটাও বলব না, কিছুটা হলেও তো জানি!  আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অন্যান্য প্র্যাকটিস ফ্যাসিলিটির চেয়ে এখানকার (মাস্কো একাডেমির) উইকেটটা খুব ভালো ছিল।'

টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর। দলটিকে ঘিরেই আপাতত পরিকল্পনা মুমিনুলের। আশা করছেন শিরোপা জিতবেন তারা,  'প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। যেই দলেই খেলি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। দলের জন্য অবদান রাখার চেষ্টা করব।'

বিপিএলের এবারের আসরে ব্যাটারদের সেরকম ডানা মেলতে দেখা যাচ্ছে না। বাকিদের ভোগান্তি দেখে এক রকম মানসিক প্রস্তুতি নিয়ে কঠিন চ্যালেঞ্জে নামছেন মুমিনুল, 'বিপিএল দেখে মনে হচ্ছে ব্যাটারদের রান করতে কষ্ট হচ্ছে। বোলাররা অনেক আনন্দ-উল্লাসে উইকেট পাচ্ছে। দেখলাম ভালোই বল করছে বোলাররা। যে কন্ডিশন থাকছে, তা ব্যবহার করার চেষ্টা করছে। ব্যাটসম্যানদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

9h ago