আচরণবিধি ভেঙে থাকলে হাথুরুসিংহেকে শোকজ করা হবে: পাপন

হাথুরুসিংহের কথাগুলো দ্বারা বিসিবির আচরণবিধি ভঙ্গ হয়ে থাকলে তাকে কারণ দর্শাতে বলা হবে বলে জানালেন সংস্থাটির প্রধান নাজমুল হাসান পাপন।
Nazmul Hasan Papon
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের মান, পদ্ধতি ও কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচের বিস্ফোরক মন্তব্য নিয়ে নানামুখী চর্চা চলছে দেশের ক্রিকেট অঙ্গনে। হাথুরুসিংহের কথাগুলো দ্বারা বিসিবির আচরণবিধি ভঙ্গ হয়ে থাকলে তাকে কারণ দর্শাতে বলা হবে বলে জানালেন সংস্থাটির প্রধান নাজমুল হাসান পাপন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে গতকাল রোববার দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছেন, 'আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝে মাঝে আমি টিভি বন্ধ করে ফেলি। কিছু কিছু খেলোয়াড়ের মান কাঙ্ক্ষিত পর্যায়ের না। চলমান পদ্ধতিটি নিয়ে আমার বড় একটি প্রশ্ন আছে। আইসিসির এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। কিছু নিয়ম অবশ্যই থাকা উচিত। একজন খেলোয়াড় এখন একটা টুর্নামেন্ট খেলছে, এরপর আবার আরেকটা। এটা সার্কাসের মতো। খেলোয়াড়রা তাদের সুবিধার কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।'

সোমবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বোর্ড সভাপতির কাছে। মাওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'প্রথমত, আমি এখন পর্যন্ত (হাথুরুসিংহের সাক্ষাৎকার) দেখিনি। দ্বিতীয় কথা হচ্ছে, একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালীন এই ধরনের কোনো মন্তব্য করা কারও পক্ষেই সম্ভব না, পূর্বানুমতি ছাড়া। বিশেষ করে এই ধরনের যারা আছেন, কোচ-নির্বাচক-ক্রিকেটার, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে, গণমাধ্যমে কিছু বলার আগে তাদের আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।'

পাপন যোগ করেছেন, 'কী আসলে বলেছে... অনেক সময় হয় কী আসলে, তথ্যটা যদি যথাযথভাবে না জানা যায়, তাহলে ভুলভাবে উপস্থাপনের সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেক জনের দৃষ্টিকোণ আলাদা। একই জিনিস একেক জন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষী করেছে, কেন তার এই কথা মনে হয়েছে যে, তার দেখতে ইচ্ছা হয় না বা টেলিভিশন বন্ধ করে দেয়, এই ধরনের কথাবার্তা বলার পেছনে কারণটা কী, সেটা একটু আমার জানা দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। বলা বা পড়া কোনোটা একটা যদি না করি, তাহলে এভাবে মন্তব্য করা কঠিন।'

যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন আরও বলেছেন, 'আহতই হওয়ার কথা। প্রথম কথা দেখতে হবে, সে আচরণবিধি ভঙ্গ করেছে কিনা, সে যে-ই হোক। তাহলে আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এটাই প্রথম কথা। দ্বিতীয়ত হলো, কোনো জায়গায় সে এমন কিছু বলেছে কিনা যেটা নাকি বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা যে পর্যায়েরই হোক, যেটা নেতিবাচক কোনো বার্তা বহন করে, তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা এবং তাকে এটা নিয়ে শোকজ করা হবে।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago