জন্মদিনে হাসল তামিমের ব্যাট, প্রাইম ব্যাংকের চারে চার

অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে ৬৭ রান। ৭৮ বল মোকাবিলায় মারেন ৬ চার ও ২ ছক্কা।
ছবি: ফিরোজ আহমেদ

আগের তিন ম্যাচে সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। ব্যর্থতার ধারা ভেঙে জন্মদিনে হেসে উঠল অভিজ্ঞ ওপেনারের ব্যাট। সহজ রান তাড়ায় ফিফটি করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জিতিয়ে ম্যাচসেরা হলেন তিনি।

বুধবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এটি তাদের টানা চতুর্থ জয়। বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ১৩৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা।

৩৫তম জন্মবার্ষিকীতে অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে ৬৭ রান। ৭৮ বল মোকাবিলায় মারেন ৬ চার ও ২ ছক্কা। আগের তিন ম্যাচে যথাক্রমে ৬, ১৬ ও ১৭ রান করেছিলেন তিনি। পারভেজ হোসেন ইমনের সঙ্গে গড়েন ১১৮ রানের উদ্বোধনী জুটি।

দুর্দান্ত ফর্ম ধরে রেখে পারভেজও তুলে নেন হাফসেঞ্চুরি। গত দুই ম্যাচেই সেঞ্চুরি করা তরুণ বাঁহাতি ব্যাটার খেলেন ৫০ রানের ইনিংস। ৭৫ বল খেলে ৩ চার আসে তার ব্যাট থেকে। তামিমের বিদায়ের ২ রানের মধ্যে পারভেজও সাজঘরের পথ ধরেন। তবে প্রাইম ব্যাংকের বাকি পথটুকু পাড়ি দিতে কোনো সমস্যা হয়নি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা টাইগার্সের হয়ে অধিনায়ক শামসুর রহমান শুভ ৪৬ বলে ৫০ রান করলেও বাকিরা ইনিংস লম্বা করতে পারেননি। শেষদিকে নামে ধস। স্রেফ ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় দলটি। প্রাইম ব্যাংকের পাঁচ বোলারের সবাই পান উইকেটের স্বাদ। সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপু ২৪ রানে নেন ৩ উইকেট।

শীর্ষে থাকা আবাহনীর মতো চার ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে লিগের দুইয়ে আছে প্রাইম ব্যাংক। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচের সবগুলোতে হারা টাইগার্স রয়েছে ১২ দলের মধ্যে নবম স্থানে।

Comments