এশিয়া কাপ

মুর্শিদা-জ্যোতির তাণ্ডবে বাংলাদেশের মেয়েদের রেকর্ড পুঁজি

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে নারীদের আগের দলীয় সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ১৪২ রান।
ছবি: এএফপি

ওপেনিংয়ে নেমে মুর্শিদা খাতুন খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। আরেক ওপেনার দিলারা আক্তারের সঙ্গে তার গড়া ভিতের ওপর দাঁড়িয়ে গেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের তাণ্ডবে ফুলেফেঁপে উঠল বাংলাদেশের সংগ্রহ। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়ল টাইগ্রেসরা।

বুধবার ডাম্বুলায় 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তারা ২ উইকেটে ১৯১ রান তুলেছে।

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে মেয়েদের আগের দলীয় সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ১৪২ রান। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।

ছবি: বিসিবি

এদিন ১৭তম ওভারে আউট হওয়া মুর্শিদা টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ ফিফটি পূরণ করেন। ৫৯ বল মোকাবিলায় সর্বোচ্চ ৮০ রান করতে ১০ চার ও ১ ছক্কা মারেন তিনি। রেকর্ড অষ্টম হাফসেঞ্চুরির স্বাদ নেওয়া জ্যোতি অপরাজিত থাকেন ৬২ রানে। ৩৭ বল খেলে ৫ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। অষ্টম ওভারে ক্রিজে গিয়ে বাংলাদেশের দলনেতা ব্যাট করেন ১৬৭.৫৬ স্ট্রাইক রেটে।

দিলারার ব্যাট থেকে ২০ বলে ৩৩ রান আসে। ১৬৫ স্ট্রাইক রেটে তিনি মারেন ৪ চার ও ১ ছক্কা। শেষদিকে নামা রুমানা আহমেদ অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে।

ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় নারীরা। পাওয়ার প্লেতে ওঠে বিনা উইকেটে ৫১ রান। দিলারা ক্যাচ দিলে থামে ৪৬ বলে ৬৫ রানের জুটি। এরপর মুর্শিদা ও জ্যোতির ব্যাট হয়ে ওঠে আরও উত্তাল। তারা যোগ করেন ৫৬ বলে ৮৯ রান। সেঞ্চুরির সুবাস পেতে থাকা মুর্শিদাও থামেন ক্যাচ দিয়ে।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১৯ সালে দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে রেকর্ড গড়ে ২ উইকেটে ২৫৫ রান করেছিল তারা।

Comments