চেন্নাই টেস্ট

সাকিবের ‘ভুল চোটের খবরে’ বিভ্রান্তি

স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেয়ার সময় কার্তিক বলেন, ‘সে আমাকে বলেছে তার বোলিং হাতের আঙুলে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখনো ফুলে আছে। সে বল ধরার অনুভূতি পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতি দরকার। তাছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’
ছবি: এএফপি

ধারাভাষ্যকার মুরালি কার্তিকের মন্তব্য থেকেই বিতর্কের শুরু। সাকিব আল হাসানের কম বোলিং করার কারণ হিসেবে তৃতীয় দিনের খেলার সময় একটা নতুন তথ্য দেন তিনি। আঙুলে অস্ত্রোপচারের কারণে সাকিব নাকি বল ধরার অনুভূতি পাচ্ছেন না, সে কারণেই কম বল করছেন। এতে বিস্মিত হয়ে তামিম ইকবালও টিম ম্যানেজমেন্টে কাছে প্রশ্ন রাখলে তৈরি হয় বিভ্রান্তি। তবে পরে জানা যায়, আসলে ভুল বুঝেছিলেন কার্তিকই। সাকিবের আঙুলে নতুন করে কোন অস্ত্রোপচার হয়নি।

স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেয়ার সময় কার্তিক বলেন, 'সে আমাকে বলেছে তার বোলিং হাতের আঙুলে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখনো ফুলে আছে। সে বল ধরার অনুভূতি পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতি দরকার। তাছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।'

জানা গেছে, এই খবরটা খোদ বাংলাদেশ ড্রেসিংরুমে হয়ে আসে বিস্ময় হয়ে। তামিম ধারাভাষ্য প্রশ্ন তুলেন, চোটের খবর টিম ম্যানেজমেন্ট জানতেন কিনা। তাহলে কি বাংলাদেশ চার বোলার নিয়ে খেলছে?

সাকিবের আঙুলে অস্ত্রোপচার হয়েছে সত্যি, তবে সেটা অনেক আগে ২০১৮ সালে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান নতুন করে আঙ্গুল নিয়ে কোন অভিযোগ জানাননি সাকিব, '২০১৮ এশিয়া কাপের সময় সে আঙুলে চোট পায়। পরে ভারতে বিশ্বকাপের সময় তর্জনি আঙুলেও চোট, মাসখানেক বিশ্রামে ছিলো। সে এখন তার আঙ্গুল নিয়ে কোন সমস্যা আমাদের জানায়নি।'

'অবশ্যই সে নতুন কোন অস্ত্রোপচার করায়নি। একটা অস্ত্রোপচার করিয়েছিল ২০১৮ সালে।'

তবে তিনি জানান গত ওয়ানডে বিশ্বকাপে নতুন করে চোট পাওয়ার পর আঙুলে অস্বস্তি অনুভব করেন সাকিব, এটা ম্যানেজ করেই খেলছেন সাকিব, 'দিল্লিতে চোট পাওয়ার পর অস্ত্রোপচারের দরকার হয়নি। এটা মনে হয় কিছুটা অস্বস্তি হয়। কিন্তু সে অভিযোগ করেনি। আমরা সবাই জানি তার আঙুল ভাঙা, এটার আগের মতন আর হবে না। সে এটা সামলে নিয়েই খেলছে।'

দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানান, 'সাকিবের চোট নিয়ে আমরা কিছু জানি না, এই ব্যাপারে কিছু বলতে পারছি না।'

চলমান চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৮ ওভার বল করেছিলেন সাকিব, পরের ইনিংসে করেছিলেন ১৩ ওভার। প্রথম ইনিংসে তিনি বল করতে আসেন ৫৩ ওভার পর। তার কম বোলিং নিয়ে ধারাভাষ্যকাররা প্রায়ই আলোচনা করছিলেন। তবে এই টেস্টের আগেই ইংলিশ কাউন্টিতে সারের হয়ে টনটনে ম্যাচ খেলে এসেছেন সাকিব। সেই ম্যাচে তিনি ৬৩.২ ওভার, নিয়েছেন ৯ উইকেট।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানিয়েছেন, ফিজিওর কাছ থেকে সব খেলোয়াড়দের ফিটনেসের নিশ্চয়তা পেয়েই দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিব শতভাগ ফিট আছেন। তার কোন সমস্যা নেই।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

3h ago