চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি/আফগানদের বিপক্ষে সিরিজ নিয়ে আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ বিসিবি

ছবি: বিসিবি

পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চায় বাংলাদেশ। সেজন্য দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা এখন রয়েছে 'চূড়ান্ত পর্যায়ে'।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী নভেম্বরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের এটিই একমাত্র ওয়ানডে সিরিজ।

এমন পরিস্থিতিতে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সংখ্যক ওয়ানডে ম্যাচের ঘাটতি পূরণ করতে আগ্রহী বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদ গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার আশা করছেন তারা। প্রস্তাবিত এই সিরিজ আয়োজিত হওয়ার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস শুক্রবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের মাত্র তিনটি ওয়ানডে আছে। তাই আইসিসি ইভেন্টের আগে খেলোয়াড়দের পর্যাপ্ত ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ দিতে আমরা এই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করেছি।'

এফটিপি অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ভারতের গ্রেটার নয়দায় আফগানিস্তানের বিপক্ষে তিন সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেই সিরিজের সূচি পুনঃনির্ধারিত হয়েছে। প্রস্তাবিত এই নতুন সিরিজ অবশ্য এফটিপি নির্ধারিত ওই সূচির অন্তর্গত নয়।

নাফীস যোগ করেছেন, 'আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলা নিয়ে আলোচনার চূড়ান্ত পর্যায়ে আছি। এটি এফটিপির অন্তর্ভুক্ত কোনো সিরিজ নয়। এফটিপিতে থাকা সেই সিরিজ আমরা দুটি ধাপে আগামী ২০২৫ ও ২০২৬ সালে খেলব।'

Comments

The Daily Star  | English

Jamdani as the battleground

Jamdani is not just the material or the motifs; it encompasses everything—from the river system and flora-fauna of the Dhaka region

1d ago