ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন শান্ত

Najmul Hossain Shanto
ছবি: ফিরোজ আহমেদ

কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার জানা গেল আরও খারাপ খবর। চলতি মাসে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তার।

এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, 'গতকাল শারজায় শান্তর একটা এমআরআই করানো হয়। আমরা দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো বটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখব। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে।'

গত শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকির চোটে পড়েন শান্ত। শেষ দিকে ফিল্ডিং না করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ওই ম্যাচে ৭৬ রান করে দলের জয়ে ভূমিকা রাখা শান্তর চোট নিয়ে শঙ্কা ছিলো। তবে সেটা যে এত প্রবল তা আঁচ করা যায়নি। সকালে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শান্তর তৃতীয় ওয়ানডে না খেলার খবর দিয়েছিলেন। শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলকে সামলাবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলের সহ-অধিনায়ক তিনি। শান্ত ছিটকে যাওয়ায় তৃতীয় ওয়ানডেতে খেলবেন জাকির হাসান। তবে টেস্ট স্কোয়াডে শান্ত বদলে কাকে নেওয়া হবে তা এখনো জানানো হয়নি। 

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে চোট একাধিকবার হানা দিল বাংলাদেশ দলে। অসুস্থতার কারণে সিরিজের আগেই ছিটকে যান ব্যাটার লিটন দাস। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরছেন তবে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকেও। প্রথম ওয়ানডেতে বাম হাতের তর্জনি আঙুলে চিড় ধরে তার। ফলে মুশফিক আগেই ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। 

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Why are we trying to make the election uncertain?

Those who are working to prevent the election should question themselves as to how the people will be empowered without one.

9h ago