আইপিএল নিলামের খুঁটিনাটি

IPL Auction

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর আইপিএলের মেগা নিলাম শুরু হতে যাচ্ছে আজ। দুইদিনব্যাপী এই মেগা নিলামে নজর থাকবে বিশ্বের বড় বড় সব তারকা। এই নিলামে চড়া মূল্যের বিক্রির নতুন রেকর্ডেরও আভাস পাওয়া যাচ্ছে।

তারিখ ও ভেন্যু: ২৪ ও ২৫ নভেম্বর এবারের আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। এবারই দেশটিতে প্রথম আইপিএলের নিলাম হবে। ভারতের বাইরে এর আগে আইপিএলের নিলাম হয়েছিল দুবাইতে। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। 

নিলামের ধরণ:  এবারের নিলামকে বলা হচ্ছে মেগা নিলাম। মেগা নিলামে মূলত দলগুলো তিন বছরের জন্য দল গুছিয়ে নিতে পারে। এই নিলামের আগে প্রত্যেক দল ৬ জন করে ক্রিকেটার ধরে রেখে বাকি সবাইকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই নিলামে নতুন আদল পাবে দলগুলো। মেগা নিলামের বাইরে বিভিন্ন সময় হয় মিনি নিলাম, সেসব নিলামে মূলত অল্প কিছু ফাঁকা জায়গা পূরণ করা হয়।

খেলোয়াড় সংখ্যা

এবার মেগা নিলামে নাম উঠার জন্য চূড়ান্ত তালিকায় আছেন ৫৭৭ জন ক্রিকেটার। এরমধ্যে ৩৬৭ জন হচ্ছেন ভারতীয়, ২১০ জন বিদেশি। শুরুতে ৫৭৪ জনের তালিকা চূড়ান্ত হলেও পরে নিলামে নিজেদের নাম যুক্ত করেছেন ইংল্যান্ডের জোফরা আর্চার, যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সৌরভ নেত্রাভালেকার, ভারতের হার্দিক তামুরে। এই নিলাম থেকে প্রত্যেক দলকে অন্তত ১৮ জন খেলোয়াড়ের স্কোয়াড বানাতে হবে।

নিলামে দলগুলোর কত বাজেট

নিলামে খরচ করার জন্য প্রত্যেক দল ১২০ কোটি রুপি করে খরচ করতে পারবে। তবে নিলামের আগেই ধরে রাখা খেলোয়াড়দের পেছনে খরচও এই টাকা থেকেই হবে। সেদিন থেকে নিলামে সবগুলো দল একই অর্থ নিয়ে প্রবেশ করছে না। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলাম শুরু করবে পাঞ্জাব কিংস। তাদের হাতে আছে ১১০ কোটি ৫০ লাখ রুপি। সবচেয়ে কম অর্থ হাতে আছে রাজস্থান রয়্যালসের। ৪১ কোটি রুপির মধ্যেই নিলাম শেষ করতে হবে দলটিকে।

যাদের নিয়ে হতে পারে কাড়াকাড়ি

নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ায় এবার নিলামে নাম উঠছে রিশভ পান্ত, মিচেল স্টার্ক, লোকেশ রাহুল, জস বাটলারের মতন ক্রিকেটারদের। দারুণ এসব পারফর্মারকে দলে পেতে কাড়াকাড়ি হতে পারে। এদের যে কেউ বিক্রি হতে পারেন রেকর্ড মূল্যে।

বাংলাদেশের আছেন ১২ জন

বাংলাদেশের যারা চূড়ান্ত তালিকায় আছেন তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে সাকিব, মোস্তাফিজ ও লিটনের আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে। পেসার তাসকিনের প্রতি কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও নানা কারণে তার খেলা হয়ে ওঠেনি এখনও।

নিলামের সঞ্চালক

আইপিএলের নিলাম পরিচালনা করবেন মল্লিকা সাগর। ৪৭ বছর বয়েসী এই ভারতীয় নারী এর আগেও আইপিএলের নিলাম পরিচালনা করছেন। শিল্পকলার ইতিহাসে স্নাতক করা মল্লিকা ২০০১ সাল থেকে নিলাম পরিচালনায় যুক্ত।

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

12h ago