ওয়ালশের পরামর্শ পেয়েছেন নাহিদ

Nahid Rana

বাংলাদেশের ক্রিকেটে যেন রত্ন হয়ে এসেছেন নাহিদ রানা। বাংলাদেশি কোন পেসার ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশিতে বল করবেন, এটা যেন ছিলো অকল্পনীয়। নাহিদ শুধু গতিই তুলছেন না, লাইন-লেন্থেও নিয়ন্ত্রণ এনে তিনি এখন দলের অন্যতম সেরা অস্ত্র। জ্যামাইকা টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক এই পেসারের খেলা দেখে মুগ্ধ ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ম্যাচ শেষে নিজে থেকে পরামর্শ দিয়েছেন নাহিদকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় এবার নাহিদকে খেলায়নি বাংলাদেশ। জ্যামাইকায় নেমে তিনি তুলেন গতির ঝড়। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রানে গুটিয়ে ব্যাকফুটে চলে গেলেও নাহিদের ঝলকে ফিরে ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে আটকে নিয়ে নেয় ১৮ রানের লিড। নাহিদ ৬১ রানে নেন ৫ উইকেট। এই ঘুরে দাঁড়ানোর পরই ম্যাচে দাপট তৈরি করে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল।

টেস্টের পর আবার সীমিত ওভারের লড়াই। সেখানেও আছেন নাহিদ। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শুরুর প্রস্তুতি নিতে থাকা এই পেসার বিসিবির পাঠানো ভিডিওতে জানিয়েছেন ওয়ালশের পরামর্শের কথা,  'গত ম্যাচ শেষে কোর্টনি ওয়ালশ বলেছেন তুমি জীবনে যেখানেই থাক শিখতে থাক, নিজেকে মেন্টেন কর। ফিটনেস ধরে রাখ। এবং জীবনে যেখান যাবে শিখবে। শিখার কোন বিকল্প নেই।'

২২ পেরুনো তরুণের ক্যারিয়ারের এখনো পুরোটা সামনে পড়ে আছে। নিজেকে শানিত করতে থাকে রপ্ত করতে হবে অনেক কিছু। সেই তাড়না তার ভেতরে আছে,  'যে কোচের অধীনে আছি, তার কাছ থেকে নতুন কিছু শিখছি। যে দেশে যাচ্ছি ওই দেশের কন্ডিশনে নতুন কিছু শিখছি। এখানে এসে শিখলাম এই আবহাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজে কেমন বল করা উচিত।'

'যখনই খেলতে নামি মানসিকতা থাকে সেরাটা দিব। একটা জিনিসই মাথায় নিয়ে নেমেছি যে কীভাবে সেরাটা দেয়া যায় দলকে।'

তানজিম সাকিবের গ্লোবাল সুপার লিগ অভিজ্ঞতা

চোট কাটিয়ে ওয়ানডে দলে ফেরা আরেক পেসার তানজিম হাসান সাকিব ছিলেন গ্লোবাল সুপার লিগের ব্যস্ততায়। গায়ানা অ্যামাজন ওয়ারিয়রের হয়ে খেলেছেন তিনি। সেখানে বেশ ভালো বল করতে দেখা গেছে তাকে।  এই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি , 'গ্লোবাল সুপার লিগ আমার প্রথম দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। খুব উপভোগ করেছি সেখানে। আমার সতীর্থরা খুবই সহায়তা-পরায়ণ ছিল। ভিন্ন এক অভিজ্ঞতা ছিল সেখানে।'

'ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি শুধু ধরে রাখার চেষ্টা করেছি যে ভালো বল করব। যদিও আশানুরূপ ফলাফল আমরা করতে পারিনি, তবে আমি খুবই উপভোগ করেছি ওখানে।'

চোট কাটিয়ে ফেরা তানজিম মনে করছেন তিনি আছেন ভালো ছন্দে, ফুরফুরে অবস্থায়, 'ছোট একটা ইনজুরির পর এখানে এলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ইনজুরির পর এসেছি। খুব ভালো অনুভব করছি। শরীর ঠিকঠাক আছে। মানসিকতা এখন অনেক ভালো আছে।'

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

1h ago