আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষায় উৎরাতে ব্যর্থ সাকিব

ছবি: এএফপি

ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আশা করা হচ্ছিলো দ্বিতীয় দফায় উৎরে যাবেন সাকিব আল হাসান। কিন্তু চেন্নাইতে দেওয়া দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করতে পারেননি বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি সূত্র বুধবার গভীর রাতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছর সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্টেড হয় সাকিবের। ওই ম্যাচের আরও দুই মাস পর আসে খবর।

ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাকশনের প্রথম পরীক্ষায় অংশ নেন সাকিব। তাতে উৎরাতে পারেননি তিনি। গত ২১ ডিসেম্বর চেন্নাইতে আরেক দফা পরীক্ষা দেন সাকিব। ইসিবি সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলে, 'আবারও ব্যর্থ হয়েছেন এই তারকা।'

সাকিবের এই পরীক্ষার ফলের অপেক্ষায় ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর উপর নির্ভর করে তাকে আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা তা নিয়ে ভাবছিলো তারা। কারণ ১২ জানুয়ারির মধ্যে দিতে হবে দল।

সাকিব আপাতত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ছাড়া কোন পর্যায়ে বোলিং করতে পারবেন না, খেলতে পারবেন কেবল ব্যাটার হিসেবে।

গত বুধবার ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছিলেন, 'এই ফল নিয়ে আমরা রহস্য করব না। ফল ৫ জানুয়ারি আসার কথা। সাধারণত ১২ দিন লাগে। কিন্তু নতুন বছর ও বড়দিনের জন্য ছুটি ছিলো তাই কিছুটা দেরি হচ্ছে।'

বর্তমান পরিস্থিতিতে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। এমনিতেও অবশ্য রাজনৈতিক কারণে তার খেলা ছিলো অনিশ্চিত।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago