'সবাইকে একটা সময় জায়গা থেকে সরে যেতে হয়'

ছবি: ফিরোজ আহমেদ

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে একটি অধ্যায়ের সমাপ্তি হলো বাংলাদেশের। তারকা খ্যাতি পাওয়া 'পঞ্চপাণ্ডব'দের আর কেউ রইলেন মাঠে। যদিও এক সংস্করণে এখনও অবসর নেননি সাকিব আল হাসান। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে জাতীয় দলে দেখার সুযোগ নেই বললেই চলে।

অভিজ্ঞ খেলোয়াড়দের চলে যাওয়ায় এখন দলের হাল তরুণদের হাতে। যদিও সাম্প্রতিক সময়ে আইসিসির ইভেন্টে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে কোণঠাসা তারা। তবে 'বিগ ফাইভে'র বিদায়ের পর এখন দলের সিনিয়র খেলোয়াড় এখন মেহেদী হাসান মিরাজরাই। আর মিরাজ তাদের বিদায়ের বিষয়টি নিয়েছেন ইতিবাচক ভাবেই।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৯৪ রানের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন মিরাজ। ৩৮ রানের খরচায় পেয়েছেন ৪টি উইকেট। ম্যাচ শেষে সিনিয়র খেলোয়াড় বিদায় নিয়ে জানতে চাওয়া হয় মিরাজের কাছে। তার উত্তর, 'সবাইকে একটা সময় জায়গা থেকে সরে যেতে হয়।

'তাদের (আগের প্রজন্মের) যে ভূমিকা ছিল, তারা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছে। আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া। আমরা এখনও একটাও ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্টে যেন একটা ট্রফি জিততে পারি, তখন এটা আমাদের প্রজন্মের জন্য ভালো হবে,' যোগ করেন এই অলরাউন্ডার।

২০১৪ সালের শেষ দিক থেকে ওয়ানডে সংস্করণে দারুণ খেলতে থাকা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এক রাশ হতাশাই উপহার দিয়েছে। নিজেদের পছন্দের সংস্করণেও পারছে না তারা। টাইগারদের লক্ষ্য এখন আগামী ২০২৭ বিশ্বকাপ। সেই লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা করা উচিত বলে মনে করেন মিরাজ। 

'এটা একটা প্রক্রিয়া (প্রস্তুতি)। এখন থেকে এটার সিদ্ধান্ত নিতে হবে এবং স্ট্রিক্ট থাকতে হবে। দুই–আড়াই বছর বাকি আছে আমাদের বিশ্বকাপের, এখন থেকেই দলের একটা সেট আপ ঠিক করতে হবে। কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেটাকে নিয়ে অনুশীলন করতে হবে। একেকটা খেলোয়াড়কে ওখানে সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে,' বলেন মিরাজ।

তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত জানিয়ে আরও বলেন, 'প্রত্যেকের সঙ্গে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ। একটা খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে যতগুলো ওয়ানডে আছে, সুযোগ দিতে হবে। আমাদের প্রস্তুতি লম্বা সময় ধরে নিতে হবে। দুই তিন মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নিলে এটা কঠিন।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago