আইপিএলে কোন দলের কোচিং স্টাফে আছেন কারা

ricky ponting vs kumar sangakkara

কেউ বসে থাকবেন অনড় হয়ে। চাপের সময় এক মুহূর্তও কেউ হয়তো স্থির থাকতে পারবেন না। কখনো মেজাজ হারিয়ে বসবেন কেউ। ড্রেসিংরুম কিংবা ডাগআউটে দেখা মিলে কোচদের নানান রূপ। ফ্র‍্যাঞ্চাইজির চুলচেরা বিশ্লেষণ ও পরিকল্পনার যুগে কোচরা হয়ে উঠেছেন আরও গুরুত্বপূর্ণ। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১০ দলের কোচিং স্টাফে কারা রয়েছেন, দেখে নেওয়া যাক এক নজরে।

কলকাতা নাইট রাইডার্স

প্রধান কোচ: চন্দ্রকান্ত পন্ডিত

মেন্টর: ডোয়াইন ব্রাভো

সহকারী কোচ: ওটিস গিবসন

বোলিং কোচ: ভারত অরুণ

স্পিন বোলিং কোচ: কার্ল ক্রো

অ্যানালিস্ট: ন্যাথান লিমন

সানরাইজার্স হায়দরাবাদ

প্রধান কোচ: ড্যানিয়েল ভেট্টোরি

বোলিং কোচ: মুত্তিয়া মুরালিধরন

ফিল্ডিং কোচ: রায়ান কুক

ফাস্ট বোলিং কোচ: জেমস ফ্রাঙ্কলিন

অ্যানালিস্ট: গৌরব সুন্দররামান

দিল্লি ক্যাপিটালস

প্রধান কোচ: হেমাং বাদানি

ডিরেক্টর অব ক্রিকেট: ভেনুগোপাল রাও

মেন্টর: কেভিন পিটারসেন

সহকারী কোচ: ম্যাথিউ মট

বোলিং কোচ: মুনাফ প্যাটেল

লখনউ সুপার জায়ান্টস

প্রধান কোচ: জাস্টিন ল্যাঙ্গার

মেন্টর: জহির খান

সহকারী কোচ: ল্যান্স ক্লুজনার

ফিল্ডিং কোচ: জন্টি রোডস

পরামর্শক: অ্যাডাম ভোজেস

সহকারী কোচ: বিজয় ধাইয়া

রাজস্থান রয়্যালস

প্রধান কোচ: রাহুল দ্রাবিড়

ব্যাটিং কোচ: বিক্রম রাথোড়

ডিরেক্টর অব ক্রিকেট: কুমার সাঙ্গাকারা

স্পিন বোলিং কোচ: সাইরাজ বাহুতুলে

পাঞ্জাব কিংস

প্রধান কোচ: রিকি পন্টিং

ফাস্ট বোলিং কোচ: জেমস হোপস

স্পিন বোলিং কোচ: সুনিল যোশী

সহকারী কোচ: ব্র‍্যাড হ্যাডিন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্রধান কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার

মেন্টর: দীনেশ কার্তিক

ফাস্ট বোলিং কোচ: ওমকার সালভি

ডিরেক্টর অব ক্রিকেট: মো বোবাট

স্পিন বোলিং কোচ: মালোলান রাঙ্গারাজন

অ্যানালিস্ট: ফ্রেডি ওয়াইল্ড

মুম্বাই ইন্ডিয়ান্স

প্রধান কোচ: মাহেলা জয়াবর্ধনে

ব্যাটিং কোচ: কিয়েরন পোলার্ড

বোলিং কোচ: লাসিথ মালিঙ্গা

সহকারী বোলিং কোচ: পারাস মাম্ব্রে

ফিল্ডিং কোচ: কার্ল হপকিনসন

চেন্নাই সুপার কিংস

প্রধান কোচ: স্টিফেন ফ্লেমিং

ব্যাটিং কোচ: মাইকেল হাসি

বোলিং পরামর্শক: এরিক সিমন্স

ফিল্ডিং কোচ: রাজিব কুমার

গুজরাট টাইটান্স

প্রধান কোচ: আশিস নেহরা

ডিরেক্টর অব ক্রিকেট: বিক্রম সোলাংকি

সহকারী কোচ: পার্থিব প্যাটেল

সহকারী কোচ: ম্যাথিউ ওয়েড

স্পিন বোলিং কোচ: আশিষ কাপুর

অ্যানালিস্ট: সান্দিপ রাজু
 

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

8m ago