নিলামে অবিক্রীত শার্দুলকে নিল লখনউ

shardul thakur

ভারতের হয়ে তিন সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা শার্দূল ঠাকুর ঘরোয়া ক্রিকেটেও ছিলেন নিয়মিত পারফর্মার। তবে সবাইকে অবাক করে দিয়ে এবার আইপিএলে নিলামে কোন দলই নেয়নি তাকে। দল না পাওয়া শার্দূলের সুযোগ মিলল মহসিন খানের চোটে। লখনউ সুপার জায়ান্ট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে দলে নিয়েছে পেস অলরাউন্ডার শার্দুলকে।

এবার আইপিএলে লখনউর একাধিক পেসার আছেন চোটে। গতি তারকা মায়াঙ্ক যাদব শুরুতে কয়েক ম্যাচ খেলতে পারবেন না, মহসিন ছিটকে গেছেন পুরো আসর থেকেই। এছাড়াও চোট কাটিয়ে মাত্রই ফেরা  আবেশ খান, আকাশ দীপকে নিয়েও সংশয় আছে। এসব বিবেচনায় শার্দুলকে অনুশীলনে ডেকেছিল দলটি, তার অবস্থা খতিয়ে দেখে স্কোয়াডেও নিয়ে নিয়েছে।

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে লখনউ। তার আগে মহসিনের বদলে শার্দুলকে নিল তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, মহসিন এখন ৫০ ভাগ ফিট। মাঠে নামতে আরও পাঁচ থেকে ছ'সপ্তাহ লাগতে পারে। তাই তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি তারা। নিলাম ছাড়া দল পাওয়া শার্দুল লখনউর কাছ থেকে ভিত্তিমূল্য ২ কোটি রূপি পাচ্ছেন।

বিশাখাপত্তনমে সোমবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রিশভ পান্তের লখনউ।

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

13h ago