বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তিতে পান্তের উত্তরণ, ফিরলেন শ্রেয়াস-ইশান

নতুন বছরের জন্য জাতীয় পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যাতে ফিরে এসেছেন শ্রেয়াস আইয়ার এবং ইশান কিষাণ। গ্রেডে উত্তরণ হয়েছে কিপার ব্যাটার ঋষভ পান্তের। এছাড়া প্রথমবারের মতন কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন সাতজন।
৩৪ জন খেলোয়াড়ের তালিকাটি আগের কাঠামো ধরে রেখেছে, খেলোয়াড়দের চারটি বিভাগে ভাগ করা হয়েছে - এ+, এ, বি এবং সি। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহ আগের মতোই এ+ বিভাগে রয়েছেন।
'এ' বিভাগে নতুন সংযোজন হয়েছে পান্তের পদোন্নতি। গত মৌসুমের চুক্তিতে 'বি' ক্যাটাগরিতে থাকা এই উইকেটকিপারকে মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামির সঙ্গে একই বিভাগে রাখা হয়েছে। রবীচন্দ্রন অশ্বিন এই বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তিনি একমাত্র খেলোয়াড় যিনি এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন।
শ্রেয়াস আইয়ার গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছিলেন। এক বছর বিরতির পর ফিরে এসেছেন এই ব্যাটার। 'বি' ক্যাটাগরিতে আগের মতনই আছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল।
'সি' ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে। গত মৌসুমে সি ক্যাটাগরিতে থাকা শিবম দুবে, জিতেশ শর্মা, শ্রিকার ভরত এবং আভেশ খানকে এবার চুক্তি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে চুক্তিতে এসেছেন ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হার্শিত রানা।
কেন্দ্রীয় চুক্তি তালিকা:
গ্রেড এ+ (৪ জন খেলোয়াড়): রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা
গ্রেড এ (৬ জন খেলোয়াড়): ঋষভ পান্ত, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া
গ্রেড বি (৫ জন খেলোয়াড়): সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার এবং যশস্বী জয়সওয়াল।
গ্রেড সি (১৯ জন খেলোয়াড়): রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হার্শিত রানা
নতুন অন্তর্ভুক্ত: ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হার্শিত রানা, শ্রেয়াস আইয়ার।
বাদ পড়েছেন: শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, শ্রিকার ভরত, আভেশ খান।
উত্তরণ: ঋষভ পন্ত (বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে)
Comments