সিলেট টেস্ট

লাঞ্চের আগেই ৬ উইকেট হারিয়ে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য দুইশোর নিচে

Jaker Ali Anik
একাই লড়াই করেছেন জাকের আলি অনিক। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের চাওয়া ছিলো প্রতিপক্ষকে তিনশোর কাছাকাছি লক্ষ্য দেওয়া। জিম্বাবুয়ের চাওয়া ছিলো লক্ষ্যটা রাখা দুইশোর ভেতর। আপাতত জিম্বাবুয়ের চাওয়াই পূর্ণ হয়েছে। চতুর্থ দিনের সকালে ব্যাটিং ধসে আড়াইশ পেরিয়েই গুটিয়ে গেছে বাংলাদেশ। টেস্ট জিততে জিম্বাবুয়ের লক্ষ্যটা তাই দুইশোর নিচে।

বুধবার সিলেটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৫৫ রানে। তাতে স্বাগতিক দলের লিড ১৭৩ রানের। অর্থাৎ এই টেস্ট জিততে জিম্বাবুয়েকে করতে হবে ১৭৪ রান।

আগের দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে নেমে আর ৬১ রান যোগ করেই বাংলাদেশ হারায় বাকি ৬ উইকেট। একমাত্র লড়াই করেন কিপার ব্যাটার জাকের আলি অনিক। শেষ ব্যাটার হিসেবে ১১ বলে ৫৮ রান করে আউট হয়েছেন তিনি। বাংলাদেশকে এদিন বেশি বাড়তে না দেওয়ার কৃতিত্ব ব্লেসিং মুজারাবানির। ৭২ রানে ৬ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার।

Blessing Muzarabani
ছবি: ফিরোজ আহমেদ

দিনের শুরুতেই বিপদ ডেকে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬০ রানে অপরাজিত থাকা ব্যাটার মুজারাবানির শর্ট বলে পুল করতে গিয়ে খেলেন অদ্ভুত শট, ফাইন লেগে থামেন আর কোন রান যোগ না করেই। 

মেহেদী হাসান মিরাজ ছক্কা-চারে শুরুর পর টিকতে পারেননি। মুজারাবানির পঞ্চম শিকার হয়ে জমা পড়েন গালিতে। তাইজুল ইসলামকে ছাঁটেন রিচার্ড এনগারাভা। 

১৬ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে কেঁপে উঠা দলকে এরপর টানতে থাকেন জাকের। তাকে বেশ ভালো সঙ্গ দিচ্ছিলেন হাসান মাহমুদ। ৮ম উইকেটে ১৫ ওভারের বেশি পার করে দেন তারা। লাঞ্চের খানিক আগে ধৈর্য্যহারা হন হাসান। আচমকা পাগলাটে শটে ১২ রান করে তার বিদায়ে ভাঙে ৩৫ রানের জুটি। ওয়েলিটংটন মাসাকাদজরার পরের বলেই বিদায় নেন খালেদ আহমেদ। নাহিদ রানাকে নিয়ে এরপর ৯ বলে ৭ রান যোগ করতে পারেন আগেই ফিফটি পেরুনো জাকের। শেষ ব্যাটার হিসেবে মুজারাবানির বলে ছক্কা মারতে গিয়ে তিনি বিদায় নেন ৫৮ করে। 

লাঞ্চের আগে ১৭৪ রানের লক্ষ্যে নেমে এক ওভার ব্যাট করে কোন উইকেট না হারিয়ে ৪ রান করে জিম্বাবুয়ে।  

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago