চট্টগ্রামেও একই পরিকল্পনায় খেলতে চায় জিম্বাবুয়ে

সিলেট টেস্টে জয়ের স্বাদ পেয়ে সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বর্তমান চট্টগ্রাম রয়েছে দলটি। এই ম্যাচে হার এড়াতে পারলেই সিরিজ নিশ্চিত তাদের। তবে সিরিজ জয়ের সুযোগ নিয়ে বাড়তি চাপ নিতে চান না জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। বরং নিজেদের নির্ধারিত পরিকল্পনাতেই দৃঢ় থাকতে চান তিনি।
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আরভিন বলেন, 'আমাদের বোঝা জরুরি যে, কোন প্রক্রিয়াগুলো আমাদের প্রথম টেস্ট জয়ে পৌঁছে দিয়েছে। আমরা ১-০ এগিয়ে আছি বলে নিজেদের ওপর বাড়তি চাপ দেওয়া উচিত হবে না, বা সিরিজ জয়ের প্রত্যাশায় অস্থির হওয়া ঠিক হবে না।'
'আমাদের কাজ হলো পুরো বিষয়টাকে ছোট ছোট ধাপে ভাগ করে এগোনো, এবং নিজেদের প্রক্রিয়া আর পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব সেই পথে এগিয়ে যেতে হবে, তাহলেই সফল হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই চিন্তা করলে কাজটা কঠিন হয়ে যাবে,' যোগ করেন তিনি।
সিলেটে টাইগারদের বিপক্ষে তিন উইকেটের জয়ে টানা চার বছরের বেশি সময় টেস্ট জয়ের খরা কাটিয়েছে জিম্বাবুয়ে। এই জয় দলের ভেতরে দারুণ আত্মবিশ্বাস এবং প্রাণচাঞ্চল্য এনে দিয়েছে বলে জানান আরভিন।
'সিলেটের জয় দলের মধ্যে দারুণ পরিবেশ তৈরি করেছে, একটি ভালো অনুভূতি এনেছে, আর সবচেয়ে বড় কথা, বিশ্বাস তৈরি করেছে। আমরা চাই, এই ইতিবাচক জায়গায় থেকে যতটা ভালো করা যায়, সেটা করেই টেস্টটা জেতার চেষ্টা করব,' বলেন জিম্বাবুয়ে অধিনায়ক।
Comments