মাশরাফি-সাকিবদের দীক্ষা কাজে লাগানোর প্রত্যয় মিরাজের

ফাইল ছবি

ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করে যখন সংবাদ সম্মেলনে আসতেন মেহেদী হাসান মিরাজ, তখন বরাবরই সিনিয়র ক্রিকেটারদের কৃতিত্ব দিতে ভুলতেন না। অধিনায়কদের ভূমিকার কথা তো বলতেন আলাদা করে। প্রায় নয় বছরের পথ চলা শেষে মিরাজ এখন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক।

যদিও অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে থাকাকালীন সময় থেকেই আলোচনায় মিরাজ। তখনই তাকে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ভেবেছেন অনেক ক্রিকেট বোদ্ধারা। তাদের সেই ধারণা অবশেষে সফল হয়েছে। আর লম্বা এই সময়ে জাতীয় দলে বিভিন্ন অধিনায়কের অধীনে খেলে শিখেছেন অনেক কিছুই।

ক্যারিয়ারটা শুরু হয়েছিল মুশফিকুর রহিমের অধীনে। এরপর মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ হতে শুরু করে লিটন দাস এবং সেই বয়সভিত্তিক দলের সতীর্থ নাজমুল হোসেন শান্তর অধীনেও খেলেছেন মিরাজ। এরমধ্যে আবার শান্তর অনুপস্থিতি দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও হয়েছে।

তবে স্থায়ী অধিনায়ক হিসেবে শুক্রবার শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানেই তিনি বলেন, 'বাংলাদেশ দলে (ওয়ানডেতে) আমার অভিষেক হয়েছিল মাশরাফি ভাইয়ের অধীন। আমি অনেক অধিনায়ককে পেয়েছি। এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা আমি হয়তো আমার এই অধিনায়কত্বের সময়ে কাজে লাগাতে পারব।'

তাদের কাছ থেকে পাওয়া শিক্ষা কীভাবে কাজে লাগাবেন তাও জানান মিরাজ, 'তারা যেভাবে সিদ্ধান্ত নিতেন, শক্তভাবে সিদ্ধান্ত নিতেন, সে জিনিসগুলো আমি অনুসরণ করেছি যে কীভাবে নিতেন। অনেক সময় কঠিন পরিস্থিতিতে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হয় নিজের। অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় আসবে না। কিন্তু ওই সিদ্ধান্ত কীভাবে নিচ্ছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।'

'যারা জুনিয়র আছে, তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে ওই পরামর্শগুলো দেব। আমরা যখন প্রথমে ঢুকেছিলাম, বড় ভাইয়েরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, চেষ্টা করব ওভাবে সাহায্য করার জন্য। ড্রেসিংরুমটাকে ওভাবে রাখার জন্য। যেন যেই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব না করে আমি একা, আমার সঙ্গে সবাই আছে,' আরও বলেন এই অলরাউন্ডার।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

48m ago