টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি

হেডিংলিতে শেষ দিনে রোমাঞ্চের আভাস

প্রথম ইনিংসের মতন ভারতের দ্বিতীয় ইনিংসেও খুব ভালো অবস্থা থেকে শেষ দিকে ধস নামল। তবে তার আগেই ইংল্যান্ডকে রেকর্ড রান তাড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শুবমান গিলের দল। হেডিংলিতে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের শেষ দিনে অপেক্ষা করছে ভরপুর রোমাঞ্চের।

সোমবার চতুর্থ দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৬৪ রানে। ফলে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রানের। শেষ বিকেলে খেলতে নেমে কোন উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে স্বাগতিকরা। শেষ দিকে ম্যাচ জিততে ইংল্যান্ডের চাই ৩৫০ রান, ভারতের ১০ উইকেট। দুই দলই আগ্রাসী ঘরানার হওয়ায় বৃষ্টি না হলে ফল হওয়া ভীষণ সম্ভাবনাই বেশি।

প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড ৪৬৫ রান করেছিল। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রান যোগ করে ইংল্যান্ডকে কঠিন লক্ষ্যে দেয়।

চতুর্থ ইনিংসের হাইলাইট ছিলো লোকেশ রাহুল আর রিশভ পান্তের সেঞ্চুরি। রাহুল খেলেছেন ধ্রুপদী ঘরানায়। ধীর-স্থির থেকে ভরসা যোগানো নান্দনিক শটের পসরায় করেন ২৪৭ বলে ১৩৭ রান। পান্ত ছিলেন বরাবরের মতনই ক্ষ্যাপাটে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরিতে রেকর্ডে বসা এই কিপার ব্যাটার খেলেন ১৪০ বলে ১১৮ রানের ইনিংস।

এই দুজন ছাড়া আর কেউ ৩০ রানের বেশি করেননি। শেষ দিকে রবীন্দ্র জাদেজা অপরাজিত থেকে যান ২৫ রানে।

টেস্টে হেডিংলিতে আছে বেশ কিছু রোমাঞ্চকর রান তাড়ার নজির। সর্বশেষ ঘটনা ২০১৯ সালে। অস্ট্রেলিয়ার ৩৬২ রান টপকে ১ উইকেটের জয় তুলেছিল ইংল্যান্ড। বেন স্টোকস খেলেছিলেন জীবনের অন্যতম সেরা ইনিংস। এটিই ইংল্যান্ডের এই মাঠে রান তাড়ার রেকর্ড। ভারতকে এবার হারাতে হলে তাই সেই রেকর্ড ভাঙ্গতে হবে স্বাগতিকদের। হেডিংলিতে অবশ্য চারশো তাড়ার নজিরও আছে। সেটা সেই ১৯৪৮ সালে করে দেখিয়েছিলো অস্ট্রেলিয়া।

হেডিংলিতে সর্বোচ্চ সফল রান তাড়ার কয়েকটি পরিসংখ্যান:

৪০৪/৩ - অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ১৯৪৮। ডন ব্র্যাডম্যানের অপরাজিত ১৭৩ এবং আর্থার মরিসের ১৮২ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া এই ঐতিহাসিক রান তাড়া করে ৭ উইকেটে জয়লাভ করেছিল। এটিই হেডিংলিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া।

৩৬২/৯ - ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ২০১৯। অ্যাশেজের এই ম্যাচে ইংল্যান্ড শেষ উইকেটে নাটকীয়ভাবে ৩ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছিল।

৩২২/৫ - ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ২০১৭। শাই হোপের অপরাজিত ১১৮ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয় পেয়েছিল।

৩১৫/৪ - ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ২০০১। অ্যাশেজের এই ম্যাচে ইংল্যান্ড ৪ উইকেটে জয়লাভ করেছিল।

২৯৬/৩ - ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ২০২২। এই ম্যাচে ইংল্যান্ড ২৭.৩ ওভারেই ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় নিশ্চিত করেছিল।

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

3h ago