দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল ভারত

রিশভ পান্ত যেভাবে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন, তাতে এই শঙ্কা ছিলো। সেটাই সত্যি হলো। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যানচেস্টার টেস্টে যদি দলের বিশেষ প্রয়োজন হয় তবে ব্যাট করতে নামবেন, তবে বাকি সিরিজের তার খেলার সম্ভাবনা নেই।
স্ক্যান পরীক্ষায় পান্তের পায়ের আঙুলে চিড় ধরা পড়েছে। এই চোটে অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে। ভারত তাই সহ-অধিনায়ককে ছাড়াই চলমান টেস্ট ও পঞ্চম টেস্ট খেলবে।
গতকাল প্রথম দিনের খেলায় ৩৭ রানে থাকা পান্ত ক্রিস ওকসের ফুল লেন্থের বলে রিভার্স সুইপ করতে যান। বল তার ব্যাট স্পর্শ করে লাগে বুটের সামনের দিকে। প্রচণ্ড ব্যথায় কাতরে পড়ে যান পান্ত। তাকে মেডিকেল গাড়িতে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
প্রথম দিনের খেলা শেষে পান্তকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ রিপোর্টে তার পায়ের আঙুলে চিড় ধরা পড়েছে। এই উইকেটকিপার দ্বিতীয় দিনে দলের সঙ্গে স্টেডিয়ামে যাবেন না।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই খবর নিশ্চিত করেন দলটির এক কর্মকর্তা, 'হ্যাঁ, রিশভ পান্ত সিরিজ থেকে বাদ পড়েছেন। গতকাল রাতে তাকে স্ক্যানের জন্য পাঠানো হয়, রিপোর্টে তার পায়ের আঙুলে চিড় ধরা পড়েছে। সে এখন অনেক ব্যথায় আছে, তাই তার ব্যাটিং করার কোনো সুযোগ নেই।'
সতীর্থদের প্রতিক্রিয়া ও দলের অবস্থা
যখন পান্ত ওল্ড ট্র্যাফোর্ডের মেডিকেল রুমে চিকিৎসা নিচ্ছিলেন, তখন ভারতীয় অধিনায়ক শুভমান গিলের মুখে ছিলো চিন্তার ছাপ। কারণ চলমান টেস্টের বাকি অংশে একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে তাদের।
পান্ত চোটে পড়ায় কিপিং গ্লাভস হাতে দাঁড়াবেন ধ্রুব জুরেল। আগের টেস্টেও পান্তের চোটে বদলি হিসেবে কিপিং করেছিলেন তিনি। পান্ত ছিটকে পড়ায় ওভালে পঞ্চম টেস্টে একাদশেও থাকবেন জুরেল।
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে পিছিয়ে থাকা ভারত ভুগছে একের পর এক চোটে। চোটের কারণে পেসার আকাশ দীপ এবং আর্শদীপ সিংকে পাচ্ছে না দলটি। বাধ্য হয়ে অভিষেক করিয়েছে আনসোল কাম্বুজকে।
Comments