টেস্টের পর ওয়ানডেতেও ফিরছেন টেইলর

ছবি: এএফপি

নিষেধাজ্ঞার মেয়াদ শেষে অবসর ভেঙে সর্বোচ্চ স্তরের ক্রিকেটে ইতোমধ্যে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার চলতি মাসের শুরুতে বুলাওয়ায়োতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন। এবার জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফেরানো হয়েছে ৩৯ ছাড়িয়ে যাওয়া তারকাকে।

ঘরের মাঠে চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আগামী ২৯ ও ৩১ আগস্ট হারারেতে হবে খেলাগুলো। সেজন্য টেইলরকে রেখে সোমবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

জিম্বাবুয়ের নির্বাচকদের আহ্বায়ক ডেভিড মুতেন্ডেরা বলেছেন, 'ব্রেন্ডনকে আবার দলে স্বাগত জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। তার অভিজ্ঞতা ও যোগ্যতা অমূল্য, বিশেষ করে চাপের পরিস্থিতিতে। তার উপস্থিতি নিঃসন্দেহে ড্রেসিং রুমকে উজ্জীবিত করবে।'

তিনি যোগ করেছেন, 'আমরা পরীক্ষিত ম্যাচ উইনারদের সঙ্গে এমন সব খেলোয়াড়কে একত্রিত করেছি যারা নিজেদের ছাপ রাখতে মুখিয়ে আছে। লাল বলের ক্রিকেট থেকে দ্রুতগতির ওয়ানডেতে মনোযোগ ঘোরানোর সময় এই অভিজ্ঞতা ও তেজের মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।'

টেইলর সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে, বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। তিনি এই সংস্করণে জিম্বাবুয়ের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। ২০৫ ম্যাচে ৩৫.৫৫ গড়ে তার সংগ্রহ ৬ হাজার ৬৮৪ রান। তার নামের পাশে রয়েছে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি।

২০২১ সালের সেপ্টেম্বরে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন টেইলর। এর চার মাস পর তিনি সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের দায়ে। সেই সাজা শেষ হয়েছে গত ২৫ জুলাই।

জিম্বাবুয়ে স্কোয়াড:

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গন্ডু, ওয়েসলি মাধভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

6h ago