কেইনকে দেখে উন্নতি করতে পারেন হালান্ড, মত গার্দিওলার

তরুণ তারকা আর্লিং হালান্ড ছুটে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। গত জুলাইতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে গোলের ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছেন তিনি। নরওয়েজিয়ান স্ট্রাইকারের নৈপুণ্যে মুগ্ধ হলেও তার উন্নতির অনেক সুযোগ দেখছেন ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, টটেনহ্যাম হটস্পারের অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেইনকে দেখে শিখতে পারেন হালান্ড।
ছবি: এএফপি

তরুণ তারকা আর্লিং হালান্ড ছুটে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। গত জুলাইতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে গোলের ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছেন তিনি। নরওয়েজিয়ান স্ট্রাইকারের নৈপুণ্যে মুগ্ধ হলেও তার উন্নতির অনেক সুযোগ দেখছেন ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, টটেনহ্যাম হটস্পারের অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেইনকে দেখে শিখতে পারেন হালান্ড।

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে হালান্ডকে দলে ভেড়াতে সিটির খরচ হয়েছে ছয় কোটি ইউরো। প্রিমিয়ার লিগে তিনি কেমন করেন, সেটা নিয়ে শুরুতে সংশয় থাকলেও তা উবে যেতে সময় লাগেনি একদমই। ২২ বছর বয়সী ফুটবলার চলমান মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে করেছেন ৩১ গোল।

ইংল্যান্ডের শীর্ষ লিগে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন হালান্ড। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে চার হ্যাটট্রিকসহ মাত্র ১৯ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি। আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে তিনি এগিয়ে আছেন। দুইয়ে অবস্থান করা ইংলিশ তারকা কেইনের গোল ২১ ম্যাচে ১৬। প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা নয় বছর ১৫ গোলের চেয়ে বেশিবার লক্ষ্যভেদ করেছেন তিনি। তার কাছ থেকেই হালান্ডকে অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ দিয়েছেন গার্দিওলা।

রোববার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শিরোপাধারী সিটিজেনরা মুখোমুখি হবে টটেনহ্যামের। এর আগে সংবাদ সম্মেলনে তাদের স্প্যানিশ কোচের কণ্ঠে ঝরেছে হালান্ডের প্রশংসা, 'আর্লিংয়ের যে বৈশিষ্ট্যটি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো, অনেক বিভাগে কেমন করে উন্নতি করা যায় সেটা সম্পর্কে তার সচেতনতা।'

কেইনকে দেখে হালান্ডকে উন্নতি করার বার্তা দিয়েছেন গার্দিওলা, 'আমি খুবই নিশ্চিত যে হয়তো হ্যারি কেইনকে দেখে (হালান্ড উন্নতি করতে পারে)। তবে কেবল হ্যারিই নয়, অন্য খেলোয়াড়দেরও (দেখে সে উন্নতি করতে পারে)। তার এটা ভাবার ইচ্ছাশক্তি আছে, "আমি আরও ভালো করতে পারি।" তার যে বয়স, তাতে সবচেয়ে ভালো দিক হলো, সে (উন্নতি করার) বিশ্বাস রাখতে পারে। অন্যথায়, এটা (একই ধাঁচে খেলা) বিরক্তিকর হয়ে যাবে।'

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে ম্যান সিটির আর পা হড়কানোর সুযোগ নেই। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তারা আছে দুইয়ে। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যামের পয়েন্ট ২১ ম্যাচে ৩৬। পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে তারা।

Comments