কোপা দেল রে জিতে চ্যাম্পিয়ন্স লিগে চোখ রিয়ালের

Real Madird

ওসাসুনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে ফেভারিট ছিল রিয়াল মাদ্রিদ। অনুমিতভাবে জিতেছেও তারাই। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর ঝলকে ২০তম বারের মতো এই ট্রফি জিতেছে রিয়াল। এরপরই কোচ কার্লো আনচেলেত্তি জানালেন, মঙ্গলবারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে এবার সব নজর তাদের।

শনিবার রাতে সেভিয়ায় রদ্রিগোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে রিয়াল। ম্যাচের ২ মিনিটে গোল করে রিয়ালকে শুরুতেই এগিয়ে নেন রদ্রিগো। ৫৮ মিনিটে গোল করে লুকাস টরো ওসাসুনাকে খেলায় ফেরালেও ৭০ মিনিটে ফের জয়সূচক গোল করেন রদ্রিগো।

ম্যাচের পর গণমাধ্যমে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান আনচেলেত্তি,  'উল্লেখযোগ্য ট্রফি জিতলাম। দুই বছরের মধ্যে সব ট্রফি জেতা দারুণ। ফাইনালে পরিবেশ খুব ভালো ছিল, প্রতিপক্ষও ছিল শক্তিশালী। আমরা ভালো দলগুলোকে হারিয়েই ট্রফি জিতেছি। এটা আমাদের প্রাপ্য ছিল।'

এদিন ম্যাচে শুরু থেকে দাপট ছিল রিয়ালের। বিরতির আগে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। তবে বিরতির পর খেলায় ফিরে আসে ওসাসুনা। সমতাও চলে আসে ম্যাচে। শেষ পর্যন্ত রদ্রিগো আরেক গোল করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের খেলা নিয়ে খুশি নন রিয়াল কোচ,  'প্রথমার্ধে অসাধারণ খেলেছি। ভিনিসিয়ুস ছিল দুর্বার। তবে এরপর খেই হারাই। দ্বিতীয়ার্ধে ভালো খেলিনি। আমরা কিছুটা ভুগেছি ফলে তারা ফিরে এসেছিল। তবে ভাগ্য ভালো রদ্রিগো ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।'

মঙ্গলবার দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আনচেলেত্তি জানালেন,  দুর্দান্ত ছন্দে থাকা সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঐতিহ্য বজায় রাখতে মরিয়া হয়ে আছে রিয়াল,  'এখন আমরা তাকিয়ে মঙ্গলবারের ম্যাচের দিকে। আমরা আত্মবিশ্বাসী হয়ে ম্যাচটি খেলতে নামব। আমি খুবই রোমাঞ্চিত। আমপ্রা আরেকটি ফাইনালের খুব কাছে। সেই ফাইনাল খেলতে যা কিছু করা দরকার সব করব।'

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago