মেসির ফেরার ম্যাচে এমবাপের জোড়া গোল

ছবি: এএফপি

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসি থাকলেন সাদামাটা। তবে কিলিয়ান এমবাপে করলেন অসাধারণ পারফরম্যান্স। দাপট দেখিয়ে আজাক্সিওকে গুঁড়িয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার দ্বারপ্রান্তে পৌঁছে গেল পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। একপেশে ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। একবার করে জালের ঠিকানা খুঁজে নেন ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি। অন্য গোলটি আত্মঘাতী।

ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়ান ফুটবলাররা। এতে দুই দলের একজন করে দেখেন সরাসরি লাল কার্ড। ফলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় তাদের।

গত মাসের শেষদিকে স্ত্রী-সন্তানসহ সৌদি আরব সফরে গিয়েছিলেন মেসি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নেননি তিনি। কয়েক দিন পর আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এই ঘটনায় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। বিতর্কে জড়ানো মেসি নানামুখী আলোচনার মধ্যে গত ৫ মে ক্ষমা চান। এর দুদিন পর অনুশীলনে ফেরেন তিনি। এবার ম্যাচ খেলতেও দেখা গেল তাকে।

শুরু থেকেই প্রাধান্য বিস্তার করা স্বাগতিকদের এগিয়ে যাওয়ার অপেক্ষা হয়নি লম্বা। প্রথমার্ধের ২২তম মিনিটে ডি-বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান। ৩৩তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। আজাক্সিওর দুই খেলোয়াড়ের চাপে ভারসাম্য হারিয়ে ফেলার আগে এমবাপের নেওয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল চলে যায় হাকিমির পায়ে। ডান পায়ের কোণাকুণি শটে ফাঁকা জালে বল পাঠান মরক্কান ডিফেন্ডার।

ছবি: এএফপি

বিরতির পর খেলা চালুর দ্বিতীয় মিনিটে স্কোরবোর্ডে নাম লেখান এমবাপে। ডি-বক্সে জটলার ভেতর থেকে জাল কাঁপান তিনি। তার বাঁ পায়ের শটে গোলরক্ষকের হাত ছোঁয়ালেও বলের গোললাইন পেরিয়ে যাওয়া ঠেকাতে ব্যর্থ হন। সাত মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোলের স্বাদ নেন এমবাপে। সার্জিও রামোসের উঁচু করে বাড়ানো বল আজাক্সিওর এক ডিফেন্ডার হেড করার পর ডান পায়ের জোরালো ভলিতে নিশানা ভেদ করেন তিনি।

চলমান লিগে এমবাপের গোলসংখ্যা বেড়ে হলো ২৬টি। তিনি আছেন আসরের গোলদাতাদের তালিকার শীর্ষে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্সেইয়ের আলেকজান্দ্রে লাকাজেতের গোল ২৪টি।

৭৩তম মিনিটে ম্যাচে পঞ্চম গোলের দেখা পায় প্যারিসিয়ানরা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের শট সফরকারীদের মোহাম্মদ ইউসুফের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। চার মিনিট পর সরসরি লাল কার্ড পান পিএসজির হাকিমি। এরপর ভিএআরের সাহায্য নিয়ে আজাক্সিওর থমাস মানিয়ানিকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা শিরোপাধারী পিএসজির পয়েন্ট ৩৫ ম্যাচে ৮১। আসরের মাত্র তিন রাউন্ড বাকি থাকতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে তারা। লেঁস দুইয়ে অবস্থান করছে সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে। মার্সেই ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago