মেসির জন্য বেতিসের দরজা খোলা, আর্জেন্টাইন সতীর্থের কৌতুক

ছবি: এএফপি

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়নের সম্ভাবনা ক্ষীণ। তার ক্লাব পর্যায়ের ভবিষ্যৎ নিয়ে চলছে নানামুখী জল্পনা-কল্পনা। সেদিকে নজর রাখছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার জাতীয় দলের সতীর্থরাও। তাদেরই একজন রিয়াল বেতিসের ডিফেন্ডার হার্মান পেজ্জেয়া। মজার ছলে তিনি বলেছেন, মেসি চাইলে তাদের ক্লাবে যোগ দিতে পারেন।

গত বছর কাতারের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন পেজ্জেয়া। ফুটবলের সর্বোচ্চ আসরে তিনটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। দ্বিতীয় দফায় বেতিসে তিনি খেলছেন ২০২১ সাল থেকে। এর আগে এই স্প্যানিশ ক্লাবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন মৌসুম কাটান তিনি।

পেজ্জেয়ার জাতীয় দলের অধিনায়ক মেসির সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে সৌদি আরবের প্রো লিগের নাম উচ্চারিত হচ্ছে জোরেশোরে। সেখানকার ক্লাব আল হিলাল মেসিকে পেতে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে বলে গুঞ্জন চলছে। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, আল হিলাল রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ীর জন্য খরচের অঙ্ক বাড়িয়ে ৫০ কোটি ইউরো দিতে তৈরি। মেসিকে পাওয়ার দৌড়ে আছে তার পুরনো ক্লাব বার্সেলোনাও। তবে আর্থিক জটিলতার কারণে তাকে ফেরানো কঠিন হবে লা লিগার পরাশক্তিদের।

মেসির ভবিষ্যৎ ঠিকানা নিয়ে অনিশ্চয়তার মাঝে গতকাল বৃহস্পতিবার আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের কাছে পেজ্জেয়া হাসতে হাসতে বলেছেন, 'তার জন্য আমাদের দরজা খোলা। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। যদি তিনি আসতে চান, আমরা বিষয়টা দেখব। এটা স্পেনের (ক্লাব ফুটবলের) জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, তিনি আকর্ষণের কেন্দ্রে থাকেন।'

বিশ্বকাপজয়ী আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার গিদো রদ্রিগেজও খেলছেন বেতিসের জার্সিতে। মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে তিনি অবশ্য দিয়েছেন সোজা উত্তর, 'জাতীয় দলে তার খেলা আমরা উপভোগ করি। তিনি অনেক আনন্দে আছেন এবং তা তিনি বুঝিয়ে দেন যখনই আমরা মাঠে নামি। আর্জেন্টাইনদের জন্য এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এর বাইরে, পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই সঠিক হবে।'

চার রাউন্ড বাকি থাকতে চলমান লা লিগার পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বেতিস। ৩৪ ম্যাচে তাদের অর্জন ৫৫ পয়েন্ট। সেরা চারে থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি তাদের। তবে সেজন্য ঘটতে হবে নাটকীয় কিছু। চতুর্থ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

54m ago