চীনের পুলিশ আটকে দিয়েছিল মেসিকে!
প্রীতি ম্যাচ খেলতে চীনে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দলটির নেতৃত্বে আছেন লিওনেল মেসি। তবে চীনের মাটিতে নামার পরপরই বিপাকে পড়তে হয়েছিল তারকা ফরোয়ার্ডকে। বেইজিং বিমানবন্দরে তাকে আটকে দিয়েছিল দায়িত্বরত পুলিশ সদস্যরা।
গত শনিবার দলের সঙ্গে চীনে পৌঁছান ৩৫ বছর বয়সী মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, কিছু সময়ের জন্য তাকে আটকা পড়তে হয়েছিল বিমানবন্দরে। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকার ভিসা নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। ভুলক্রমে আর্জেন্টাইন পাসপোর্টের বদলে স্প্যানিশ পাসপোর্ট নিয়ে গিয়েছেন তিনি। দ্বৈত নাগরিকত্বের অধিকারী মেসির সেই পাসপোর্টে আবার চীনের অনুমোদিত ভিসা ছিল না।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, পাসপোর্ট হাতে নিয়ে চীনা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন মেসি। তার পাশে রদ্রিগো দি পলসহ আরও কয়েকজন সতীর্থ ফুটবলার ছিলেন। তবে বেইজিং বিমানবন্দর ছেড়ে হোটেলে রওনা দেওয়ার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেসিকে। মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ভূত সমস্যার সমধান হয়ে যায়।
এর আগেও ছয়বার চীনে খেলতে গেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা মেসি। ২০১৭ সালে শেষবার এশিয়ার দেশটিতে গিয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। এবারও মেসিকে বিপুল সংবর্ধনায় স্বাগত জানানো হয়েছে। চীনের মাটিতে মধুর স্মৃতি রয়েছে তার। সেখানে অনুষ্ঠিত ২০০৮ সালের অলিম্পিকের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল আর্জেন্টিনা। ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মেসি।
আগামী বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে পরস্পরকে মোকাবিলা করবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সাক্ষাৎ হয়েছিল দুই দলের। ওই ম্যাচে মেসি ও হুলিয়ান আলভারেজের লক্ষ্যভেদে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল। সকারুরা ব্যবধান কমিয়েছিল এঞ্জো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে।
কিছুদিন আগে মেসির পিএসজি ছাড়ার ঘোষণা আসে। পুরনো ক্লাব বার্সা ও সৌদি ক্লাব আল হিলালে তার যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ইউরোপিয়ান ফুটবলে নিজের অধ্যায়ের ইতি টেনে আকর্ষণীয় প্রস্তাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন তিনি। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে মেজর সকার লিগের (এমএলএস) দল ইন্টার মায়ামি।
Comments