এশিয়ান গেমস

ছেত্রির পেনাল্টি গোলে ভারতের কাছে বাংলাদেশের হার

ফাইল ছবি

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। ভারতের স্ট্রাইকার সুনিল ছেত্রির শেষদিকের পেনাল্টি গোল দুই পক্ষের মধ্যে ব্যবধান গড়ে দিল। এতে লাল-সবুজ জার্সিধারীদের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জোরালো হলো।

বৃহস্পতিবার চীনের হাংঝুতে 'এ' গ্রুপে প্রতিবেশী দেশটির কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের ৮৪তম মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ভারত। ব্রেস মিরান্দাকে আটকাতে গিয়ে ডি-বক্সে ট্যাকল করে ফেলে দেন রহমত মিয়া। এরপর সফল স্পট-কিক থেকে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন অভিজ্ঞ ছেত্রি।

পুরো ম্যাচেই দাপট দেখান ভারতের ফরোয়ার্ডরা। তাদের আক্রমণের ঝাপটা সামাল দিতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে। সেই কাজটা ভালোভাবেই করছিলেন মিতুলসহ বাকিরা। তবে শেষরক্ষা হয়নি।

আগের ম্যাচে মায়ানমারের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। ফলে দুই ম্যাচ খেলে ফেললেও তাদের নামের পাশে কোনো পয়েন্ট জমা হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মোকাবিলা স্বাগতিক চীনকে। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

6h ago