শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি রিয়াল-সিটি

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের লড়াই শেষেই সম্ভাবনাটা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত হয়েও গেলো তা। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ। যেখানে শেষ ষোলোতে জায়গা করে নিতে মুখোমুখি হবে শেষ দুই আসরের দুই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

শিরোপাধারী রিয়াল মাদ্রিদ এবং ২০২৩ সালের বিজয়ী ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফে মুখোমুখি হতে যাচ্ছে, যা ফুটবলপ্রেমীদের জন্য এক মহারণ হয়ে উঠবে। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে এই দুই পরাশক্তিকে একে অপরের বিপক্ষে খেলার জন্য নির্ধারিত করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এবার শুরুটা ভালো করতে পারেনি রিয়াল। শেষ দিকে ভালো করলেও শেষ পর্যন্ত অল্কপের থাকতে হয় সেরা আটের বাইরে। অন্যদিকে উল্টো অবস্থা সিটির। শুরুটা ভালো করলেও মাঝ পথে খেই হারিয়ে ফেলে। বাঁচা মরার শেষ ম্যাচেও এক পর্যায়ে পিছিয়ে পড়েছিল তারা। শেষ পর্যন্ত ঘরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করে দলটি।

সেরা আটের বাইরে থাকা নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো শেষ ষোলোতে জায়গা করে নিতে দুই লেগের প্লে-অফে মুখোমুখি হবে। আগের বছরের নিয়মের বিপরীতে এবার একই দেশের দুটি দলও একে অপরের মুখোমুখি হতে পারবে। এর ফলে প্লে-অফে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে ব্রেস্তের।

চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফ ড্র:

    ক্লাব ব্রুজ বনাম আতালান্তা

    স্পোর্টিং সিপি বনাম বরুসিয়া ডর্টমুন্ড

    ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ

    সেল্টিক বনাম বায়ার্ন মিউনিখ

    জুভেন্তাস বনাম পিএসভি আইন্দহোভেন

    ফেয়েনুর্দ বনাম এসি মিলান

    ব্রেস্ত বনাম পিএসজি

    মোনাকো বনাম বেনফিকা

(উল্লেখ্য: তালিকায় দ্বিতীয় নাম উল্লেখিত দলটি দ্বিতীয় লেগের ম্যাচটি নিজ মাঠে খেলবে।)

তারিখসমূহ:

    প্রথম লেগ: ১১/১২ ফেব্রুয়ারি

    দ্বিতীয় লেগ: ১৮/১৯ ফেব্রুয়ারি

    শেষ ষোলো পর্বের ড্র: ২১ ফেব্রুয়ারি

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

1h ago