রিয়ালের নজরে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো

লা লিগা ও ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তার করতে নতুন 'গ্যালাক্টিকোস' স্কোয়াড গড়ার লক্ষ্যে বড় ধরনের গ্রীষ্মকালীন দলবদল পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। এই পরিকল্পনায় আছেন অনেক তারকা ফুটবলাররা। এরমধ্যে রয়েছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও।

টিমটক সূত্রের বরাতে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এনজোকে দলে ভেড়ানোর কথা বিবেচনা করছে রিয়াল। বার্নাব্যুতে যাওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে এই আর্জেন্টাইন মিডফিল্ডারেরও। এমনকি এক চমকপ্রদ 'অদল-বদল চুক্তি' নিয়েও আলোচনা চলছে।

চোটের কারণে চলতি মৌসুমে অনেক খেলোয়াড়কে নিয়মিত পায়নি রিয়াল মাদ্রিদ। এরসঙ্গে দলের বেশ কিছু খেলোয়াড়ও নেই সেরা ছন্দে। নতুন মৌসুমের আগে তাই কিছু জায়গা খেলোয়াড় টানা অপরিহার্য হয়ে পড়েছে লস ব্লাঙ্কোসদের।

সাংবাদিক সায়মন ফিলিপ্সের প্রতিবেদনে জানিয়েছেন, রিয়াল সত্যিই এনজোকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী, যিনি এনজো মারেস্কার চেলসি দলে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এই গ্রীষ্মে এনজোকে বিক্রি করতে চায় না ব্লুজরা। অবশ্য সুযোগ আসলে ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার মাদ্রিদে যেতে অত্যন্ত আগ্রহী।

২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়ার সময় ক্লাব-রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি খরচ হয়েছিল এনজোর জন্য, এবং তিনি বর্তমানে ২০৩২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন। তাকে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে সরিয়ে আনতে বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন হবে, যা রিয়ালের অন্যান্য দলবদল পরিকল্পনার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

আর এই কারণেই সরাসরি বিশাল অর্থ খরচ না করে, একটি 'অদল-বদল চুক্তির' কথা বিবেচনা করছে রিয়াল। সংবাদ অনুযায়ী, রিয়াল মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনির প্রতি আগ্রহী চেলসি, যিনি স্প্যানিশ জায়ান্টদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

রোমিও লাভিয়ার ইনজুরি সমস্যা মোকাবিলা করতে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে নতুন খেলোয়াড় খুঁজছে চেলসি। এই সুযোগ কাজে লাগিয়ে চুয়ামেনির বিনিময়ে এনজোকে দলে নেওয়ার পরিকল্পনা করতে পারে রিয়াল। তবে চেলসির নজরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভা কোবি মেইনুও।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

9h ago