‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’, সিলেটে হামজা

Hamza Choudhury
সিলেট বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হামজা। ছবি: শেখ নাসির/স্টার

শত শত ক্যামেরা, প্রবল ভিড় ঠেলে হামজা চৌধুরী যখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এলেন তখন তার নামে তুমুল স্লোগান। স্লোগান আর করতালির মাঝেই সংবাদ মাধ্যমের সামনে হাজির হন তিনি। শুরুতে ইংরেজিতে, পরে স্থানীয় সিলেটী আঞ্চলিক ভাষায় জানান প্রত্যাশার কথা।

সোমবার সকালে হামজার আগমণ উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এসবের মাঝেও বিপুল পরিমাণ ফুটবল ভক্ত হাজির হন ওই এলাকায়। ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে তারা হামজার নামে স্লোগান তুলেন।

Hamza fans
বিমানবন্দরের বাইরে হামজার ভক্তরা। ছবি: শেখ নাসির/স্টার

দীর্ঘ কয়েক বছরের প্রক্রিয়া শেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান হামজা।  আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইতে ভারতের বিপক্ষে অভিষেক হবে এই তারকার। এই ম্যাচটি খেলতেই তিনি দেশে এসেছেন। এর আগে অনেকবার বাংলাদেশে এলেও এবার তার আগমন পায় বিশেষ মাত্রা।

তার কাছে শুরুতে ইংরেজিতে প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। হামজার উত্তরের পর দাবি উঠে বাংলায় কথা বলার। তিনি পরে স্থানীয় সিলেটীতে দেন উত্তর, 'ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি  বহুত্তা।  আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।' (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।

সিলেট বিমানবন্দর থেকে গাড়ি যোগে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবলে স্নানঘাট গ্রামে। সেখানে তার বাবার বাড়ি। পরিবারের সবাইকে নিয়ে গ্রামে কাটাবেন এক রাত। তার আগমণ উপলক্ষে ওই এলাকা পুরো সেজে উঠেছে। স্থানীয় এলাকায় এতিমদের নিয়ে ইফতার মাহফিল করার পর মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা। একদিন অনুশীলনের পর বাংলাদেশ দলের সঙ্গে শেফিল্ড ইউনাইটেড তারকা যাবেন শিলং। 

Comments

The Daily Star  | English

Tk 707cr spent in 9yrs, dengue still ravages Dhaka

This year, DNCC proposed Tk 135 crore budget and DSCC Tk 46.50 crore for mosquito-control activities.

10h ago