আর্জেন্টিনা দলে থাকতে না পারায় দুঃখপ্রকাশ মেসির

মাঝে চোটের কারণে তিনটি ম্যাচ খেলেননি ক্লাবের হয়ে। পরে ফিরে দুটি ম্যাচে খেললেও ফের অস্বস্তি অনুভব করছেন লিওনেল মেসি। ফলে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে থাকছেন না অধিনায়ক। তবে জাতীয় দলে থাকতে না পারায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। 

মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পুরো সময়ই মাঠে ছিলেন মেসি। পেয়েছিলেন একটি গোলও। প্রতিপক্ষ গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ না দিলে পেতে পারতেন আরও। চেনা ছন্দেই দেখা গিয়েছিল তাকে। কিন্তু ম্যাচের পর ইন্টার মায়ামির এক বিবৃতিতে জানানো হয়, মেসির অ্যাডাক্টর মাংসপেশিতে হালকা মাত্রার চোট ধরা পড়েছে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও (এএফএ) নিশ্চিত করেছে যে, তাদের অধিনায়ক ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে অংশ নেবেন না, কারণ তার অ্যাডাক্টর মাংসপেশিতে অস্বস্তি রয়েছে। এর ফলে, উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসিকে দলে পাওয়া যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের হয়ে ১৯১তম ম্যাচ খেলার সুযোগ হারানোর হতাশা প্রকাশ করে ৩৭ বছর বয়সী এই ফুটবল তারকা লিখেছেন, 'উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জাতীয় দলের হয়ে খেলতে না পারায় আমি খুবই দুঃখিত।'

'আমি সত্যিই মাঠে নামতে চেয়েছিলাম, কিন্তু ছোটখাটো একটি চোটের কারণে আমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে, তাই দলে থাকতে পারছি না। আমি এখান থেকে দলের জন্য সমর্থন জানাব, যেমন একজন সাধারণ ভক্ত করে। চলো, আর্জেন্টিনা!' যোগ করেন মেসি।

মেসিকে দলে না পাওয়া লিওনেল স্কালোনির জন্য একটি বড় ধাক্কা, কারণ কনমেবল অঞ্চলের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলের লড়াই চলছে। ইন্টার মায়ামি ক্লাব পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন মেসির ওপর অতিরিক্ত চাপ না পড়ে, বিশেষ করে ২০২৫ মৌসুমের শুরুর দিকে।

বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ফলে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত আগামী বিশ্বকাপে শিরোপা রক্ষার পথ তাদের জন্য সুগমই থাকছে।

Comments

The Daily Star  | English

EU lists Bangladesh among 7 'safe' countries, tightening asylum rules

The move, criticised by rights groups, is set to allow EU governments to process asylum applications filed from citizens of those countries more quickly

10h ago