কোপার ফাইনালে আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছেন রেফারি, দাবি হামেসের

সবশেষ কোপা আমেরিকার আসরে দারুণ খেলে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। কিন্তু ফাইনাল ম্যাচে শিরোপাধারীদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলটির। এরপর পেরিয়ে গেছে প্রায় এক বছর। দীর্ঘদিন পর সেই হারের দায় রেফারির ঘাড়ে চাপালেন অধিনায়ক হামেস রদ্রিগেজ। আর্জেন্টিনাকে রেফারি পক্ষপাতমূলক সুবিধা দিয়েছেন বলে দাবি করেন তিনি।

কোপা আমেরিকায় কলম্বিয়াকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দুর্দান্ত ফর্মে থাকা হামেস। সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হলেও, শেষ ধাপে এসে তার দল শিরোপা জিততে পারেনি। লাউতারো মার্তিনেজের অতিরিক্ত সময়ে করা গোলের সুবাদে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।

সেই পরাজয় এখনো মেনে নিতে পারছেন না হামেস। সম্প্রতি 'লস আমিগোস দে এদু' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ম্যাচ রেফারি রাফায়েল ক্লাউসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তার 'বহিঃপ্রভাব'কে কলম্বিয়ার পরাজয়ের জন্য দায়ী করেছেন।

ক্ষোভ প্রকাশ করে হামেস বলেছেন, 'আমরা একটি অসাধারণ কোপা আমেরিকা খেলেছি। অবশ্যই আমরা শিরোপা জিততে চেয়েছিলাম, কিন্তু কিছু বাহ্যিক কারণে তা সম্ভব হয়নি। আমি মনে করি, রেফারি আর্জেন্টিনাকে সাহায্য করেছেন। তিনি আমাদের স্পষ্ট পেনাল্টি দেননি। আমার দৃষ্টিতে এটা ছিল একদম পরিষ্কার পেনাল্টি।'

একই সঙ্গে সূচি নিয়েও অভিযোগ করেন সাবেক রিয়াল তারকা, 'আমাদের এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে হয়েছে কঠিন যাত্রার মধ্য দিয়ে, যেখানে আর্জেন্টিনা তুলনামূলকভাবে সুবিধাজনক সূচি পেয়েছিল। আমি বলছি না যে তারা শিরোপা জেতার যোগ্য ছিল না, তবে বিভিন্ন কারণ আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে এবং শেষ পর্যন্ত ফলাফলে তার প্রভাব পড়েছে।'

কলম্বিয়ার সাম্প্রতিক বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা পেয়েছেন হামেস। আগামী শুক্রবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

5h ago