'চিতা ছাড়া টারজান': ব্রাজিলিয়ান ক্লাব নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন কনমেবল সভাপতি

অবশেষে ক্ষমা চেয়েছেন কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা) সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। কোপা লিবার্তাদোরেসে ব্রাজিলিয়ান দল ছাড়া কল্পনা করা প্রসঙ্গে বলেছিলেন, 'এটা হবে চিতা ছাড়া টারজানের মতো'—যা অনেকের কাছে আপত্তিকর লেগেছে। মঙ্গলবার সামাজিকমাধ্যমে দুঃখপ্রকাশ করেন তিনি।

তবে তার এই মন্তব্যটি আসে এমন এক পরিস্থিতিতে, যখন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের প্রেসিডেন্ট লেইলা পেরেইরা প্রস্তাব করেছিলেন যে, বর্ণবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ব্রাজিলিয়ান দলগুলো দক্ষিণ আমেরিকান প্রতিযোগিতা থেকে সরে আসা উচিত।

সোমবার, কনমেবল সদর দপ্তরে কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিকরা ডোমিঙ্গেজকে জিজ্ঞেস করেন, তিনি কি ব্রাজিলিয়ান দল ছাড়া লিবার্তাদোরেস কল্পনা করতে পারেন? ডোমিঙ্গেজ মজা করে বলেন, 'এটা হবে চিতা ছাড়া টারজানের মতো, অসম্ভব!'

তার এই মন্তব্যে তখন থেকেই নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। উল্লেখ্য, চিতা ছিল টারজান চলচ্চিত্র ও টিভি সিরিজের একটি জনপ্রিয় শিম্পাঞ্জি চরিত্র। তবে একই অনুষ্ঠানে তিনি এটিও বলেছিলেন যে বর্ণবাদ ফুটবলের জন্য একটি মারাত্মক সমস্যা এবং কনমেবল এটিকে নির্মূল করতে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে।

তবে তার মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রাজিল সরকারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'ব্রাজিল সরকার কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। কনমেবল কর্তৃপক্ষ বারবার বর্ণবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে একই ধরনের ঘটনা বারবার ঘটছে।'

সমালোচনার মুখে ডোমিঙ্গেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেন, 'আমি দুঃখিত। আমি যে শব্দটি ব্যবহার করেছি, সেটি একটি প্রচলিত বাক্যাংশ মাত্র, কাউকে অপমান করা বা ছোট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।'

'কনমেবল লিবার্তাদোরেস কোনোভাবেই ১০টি সদস্য দেশের দলগুলো ছাড়া কল্পনা করা যায় না। আমি একটি ন্যায়সঙ্গত, ঐক্যবদ্ধ এবং বৈষম্যহীন ফুটবলের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।'

এই বিতর্কের সূত্রপাত মূলত পালমেইরাসের তরুণ খেলোয়াড় লুইঘির বিরুদ্ধে করা বর্ণবাদী আচরণ থেকে। এ ঘটনায় কনমেবল প্যারাগুয়ের ক্লাব সেরো পোর্তেনোকে মাত্র ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করে, যা পালমেইরাস প্রেসিডেন্ট লেইলা পেরেইরা 'হাস্যকর' বলে অভিহিত করেন।

একই সঙ্গে তিনি আরও বলেন, 'যদি কনমেবল ব্রাজিলিয়ান ফুটবলকে সম্মান না করে, তাহলে আমাদের কনকাকাফে (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল ফেডারেশন) চলে যাওয়ার কথা ভাবতে হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh enters 5G era with limited rollout

Bangladesh has finally entered the 5G era, as the country’s top two mobile operators yesterday announced the limited launch of the technology, aiming to provide ultra-fast internet, low latency, improved connectivity, and support for smart services and digital innovation..Unlike previous g

23m ago