ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার

Thiago Almada

লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজকে ছাড়া খেলতে নেমে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল ঠিকই পেয়ে গেল আর্জেন্টিনা। তিয়াগো আলমাদার দেওয়া গোল ধরে জয় তুলে ২০২৬ বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল। পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই টিকিট নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

শনিবার বাংলাদেশ সময় ভোরে উরুগুয়ের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ মিনিটে প্রত্যাশিত সময় আসে আর্জেন্টিনার। একমাত্র গোল করেন আলমাদা।

লিওর এই ফরোয়ার্ড বাম প্রান্তে বক্সের বাইরে ফাঁকায় বল পেয়েছিলেন। তা থেকে ডান পায়ের দারুণ উড়ন্ত শটে খুঁজে নেন জালের ঠিকানা। 

এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট হয়ে গেল আর্জেন্টিনার। এখনো তাদের বাকি ৫ ম্যাচ, আর কোন ম্যাচ না জিতে স্রেফ একটা ড্র করলেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে তাদের। 

এদিন ম্যাচের অন্তিম সময়ে একটা অস্বস্তি যোগ হয় আর্জেন্টিনার। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে লাল কার্ড দেখেন নিকোলাস গঞ্জালেস। 

ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে ছিল উরুগুয়ের। বলের নিয়ন্ত্রণ বেশি রাখতে পারলেও প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে ততটা ধারালো হতে পারেনি তারা। আর্জেন্টিনা যেখানে গোলের উদ্দেশ্যে ১২টি শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ের সেখানে ৬ শটের ২টা ছিলো নিশানায়। 

ফেডরিকো ভালবার্দে, দারউইন নুনেজরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তাই পারেনি পয়েন্ট পেতে। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে এই হারে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে উরুগুয়ে। এদিন ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর।
 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago