মেসির দেহরক্ষীর মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা

কেউ একজন মাঠে ঢুকে পড়েছেন লিওনেল মেসির স্পর্শ পেতে, আর তাকে ধরতে তাড়া করছেন ইয়াসিন চেউকো। মেজর লিগ সকারে (এমএলএস) এই চিত্র যেন নিয়মিত। কিন্তু এখন থেকে আর দেখা যাবে না এমন কোনো দৃশ্যের। কারণ ম্যাচ চলাকালীন সময়ে পিচের ধারে তার উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলে এক বিপ্লব সৃষ্টি করেন মেসি। এই প্রেক্ষাপটে, তার নিরাপত্তাও জোরদার করা জরুরি হয়ে পড়ে। ফলে, তিনি যখনই নিজের বাড়ির বাইরে যান, তখন তার ব্যক্তিগত দেহরক্ষী তাকে সঙ্গ দেন। তবে, বর্তমানে সেটা পালন করতে হবে কেবল মাঠের বাইরেই।

'আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না,' এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন। পাশাপাশি, তিনি একটি জোরালো মন্তব্যও করেছেন— 'আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।'

সাবেক এই সৈনিক ক্ষুব্ধ কণ্ঠে তার অভিজ্ঞতা শেয়ার করে আরও বলেন, 'এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।'

সবমিলিয়ে মেসির ব্যক্তিগত দেহরক্ষী এখন থেকে এমএলএস বা কনকাচ্যাম্পিয়ন্সের কোনো ম্যাচে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না। এই সিদ্ধান্ত ইন্টার মায়ামির জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও মেসি এখনো নিরাপত্তারক্ষীদের সুরক্ষায় থাকবেন, তবে মাঠে তার ব্যক্তিগত দেহরক্ষীর অনুপস্থিতি তাকে সম্ভাব্য হুমকির মুখে ফেলতে পারে।

Comments

The Daily Star  | English

Power supply halt: DEPZ factories resume production via alternative lines

At least 90 factories were declared closed after United Power had stopped power supply to the factories yesterday

1h ago