ফাইনাল বর্জন করবে না রিয়াল

Real Madrid

রেফারি মন্তব্য ঘিরে কোপা দেল রের ফাইনালের আগে তৈরি হওয়া উত্তাপে ম্যাচ বর্জনের দিকে যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলটি ফাইনাল পূর্ববর্তী একাধিক আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে রাখলেও দর্শকদের কথা চিন্তা করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার ফাইনালের আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে  সামনে আসার কথা ছিলো রিয়াল কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিচের। রেফারির মন্তব্য ঘিরে তৈরি উত্তেজনার মধ্যে তারা সেটি বর্জন করেন।   এছাড়া ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারেও যাননি ফ্লোরেন্তিনো পেরেজ। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে রিয়াল হয়ত ফাইনাল ম্যাচটিও বর্জন করতে চলেছে।

রাতে বিবৃতিতে রেফারিদের মন্তব্যের তীব্র সমালোচনা করে রিয়াল। রেফারি পরিবর্তনেরও দাবি জানায় তারা। গুঞ্জনের মধ্যে পরে রিয়াল আরেকটি বিবৃতি দিয়েছে। যাতে তারা নিশ্চিত করেছে কোপা দেল রের ফাইনাল খেলবে,  'গত কয়েক ঘন্টায় কিছু গুঞ্জন ছড়িয়েছে। রিয়াল মাদ্রিদ ঘোষণা করতে চায় যে আমাদের দল কখনই ফাইনাল বর্জন করার কথা চিন্তা করছে না।'

'আমাদের দল মনে করে ফাইনালের ২৪ ঘণ্টা আগে পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রেফারিরা দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন।  তবে এই ফাইনাল দেখতে লক্ষাধিক মানুষ অপেক্ষায় করছেন, অনেকে সেভিয়ায় যাবেন, অনেকে চলে গেছেন। বৈশ্বিক ক্রীড়া ইভেন্টে কলঙ্কিত করতে চাই না আমরা।'

রিয়াল বিশ্বাস করে ফুটবলের মূল্যবোধ সবার উপরে প্রাধান্য পাবে।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউরোপের ইতিহাসের সফলতম ক্লাব।

Comments

The Daily Star  | English

Sanem survey: 83pc youth show no interest in politics

A striking 82.7 percent of the youth population, especially first-time voters, said they were not interested in joining politics or participating in political activities.

14h ago